Cyclone Dana

দুর্যোগে জলবন্দি বহু পরিবার

নিম্নচাপের বৃষ্টির জল ঘরের মধ্যে ঢুকে যাওয়ায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় ৩০টি পরিবার। সকলে আশ্রয় নিয়েছেন স্থানীয় হরেকৃষ্ণ কোঙার শিশুশিক্ষা কেন্দ্রের ত্রাণ শিবিরে।

Advertisement
ঋষি চক্রবর্তী
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ০৯:২৮
জলমগ্ন প্রায় ৬০টি পরিবার।

জলমগ্ন প্রায় ৬০টি পরিবার। ছবি: সুদীপ ঘোষ।

সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকায় নিম্নচাপের বৃষ্টির জেরে জলবন্দি হয়ে পড়ল দেগঙ্গা থানার দেগঙ্গা ১ পঞ্চায়েতের হরেকৃষ্ণ কোঙার কলোনির প্রায় ৬০টি আদিবাসী পরিবার। ডুবেছে কলোনিতে যাতায়াতের সমস্ত রাস্তা। ঘরে ঘুরছে সাপখোপ। ভয়ে বাড়ি ছেড়েছেন অনেকে। স্থানীয় সূত্রের খবর, নিম্নচাপের বৃষ্টির জল ঘরের মধ্যে ঢুকে যাওয়ায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় ৩০টি পরিবার। সকলে আশ্রয় নিয়েছেন স্থানীয় হরেকৃষ্ণ কোঙার শিশুশিক্ষা কেন্দ্রের ত্রাণ শিবিরে।

Advertisement

স্থানীয় বাসিন্দা মিঠুন মুন্ডা, সহদেব সিংহ, তারক সিংহেরা বলেন, ‘‘প্রতি বছর বর্ষায় কলোনি ডুবে যায়। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। নর্দমা না থাকায় এই পরিস্থিতি। প্রশাসনকে বার বার জানিয়েও সুরাহা হয়নি।’’

দেগঙ্গার বিডিও ফাহিম আলমের নির্দেশে শুক্রবার দুপুরে দেগঙ্গার ওই কলোনিতে যান বিডিএমও (ব্লক ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অফিসার) নিমাইচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত প্রধান মোসলেমা খাতুন সহ দেগঙ্গা ১ পঞ্চায়েতের একটি প্রতিনিধি দল। প্রধান বলেন, ‘‘জলবন্দি ১০৪টি পরিবারকে বিভিন্ন স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। যত দিন না জল নামছে, তত দিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল ও চাল সহ সমস্ত রকম ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন