Death

মৃত মেয়ের দেহ স্পর্শ করে শুয়ে অসুস্থ বাবা

স্থানীয় সূত্রের খবর, ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোনোয় প্রতিবেশীরা টুম্পার খোঁজ করেন। দেখা যায়, অসুস্থ চলচ্ছক্তিহীন বৃদ্ধ নিতাই এক হাতে মৃত মেয়েকে স্পর্শ করে রয়েছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ০৭:২৩

—প্রতীকী চিত্র।

মৃত মেয়ের পাশে শুয়ে বৃদ্ধ বাবা। দু’জনেরই রুগ্‌ণ, শীর্ণ চেহারা। দু’দিন কেটেছে এমন ভাবেই। শুক্রবার রাতে পুলিশ উদ্ধার করল মেয়ের পচন ধরা দেহ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম টুম্পা কুণ্ডু (৩৬)। তাঁর বাবা নিতাই কুণ্ডুকে ভর্তি করানো হয়েছে কল্যাণী জে এন এম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কাঁচরাপাড়ার বীজপুর থানা এলাকার বিনোদনগরের ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোনোয় প্রতিবেশীরা টুম্পার খোঁজ করেন। দেখা যায়, অসুস্থ চলচ্ছক্তিহীন বৃদ্ধ নিতাই এক হাতে মৃত মেয়েকে স্পর্শ করে রয়েছেন। পুলিশ এসে রাতেই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসকেরা জানান, অনাহারে, অপুষ্টিতে কথা বলার ক্ষমতা নেই তাঁর। বার্ধ্যক্যজনিত রোগও আছে। চিকিৎসায় কতটা সাড়া মিলবে, তা নিয়ে সন্দিহান ডাক্তারেরা।

কাঁচরাপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিনোদনগরে এক কামরার ঘরে থাকতেন টুম্পারা। তাঁর মা গত হয়েছেন। ভাই সস্ত্রীক আলাদা থাকেন। প্রতিবেশীরা জানান, রোজগার ছিল না টুম্পাদের। বিবাহবিচ্ছেদের পরে বাবার কাছে থাকতেন তিনি। চেয়েচিন্তে আধপেটা খাবার জুটত। পুলিশের অনুমান, ঠিক মতো না খেয়েই অসুস্থ হন দু’জনে। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। এমন ঘটনায় প্রশ্ন উঠছে পরিজনদের ভূমিকা নিয়ে। নিতাইয়ের ছেলের প্রতি ক্ষোভ উগরেছেন প্রতিবেশীরা। ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া বলেন, ‘‘এ ভাবে মৃত্যুর ঘটনা বাড়ছে। একা মানুষগুলির পাশে দাঁড়ানো যায় কী ভাবে, তা নিয়ে প্রশাসনের ভাবনার প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement