আর্টিস্ট ফোরামের নতুন কমিটি গঠিত হতে চলেছে? ছবি: ফেসবুক।
ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস’ ফোরামকে আরও সুসংগঠিত করতে গঠিত হতে পারে নতুন পরিচালন পর্ষদ? পরিচালক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী তেমনই জানালেন আনন্দবাজার অনলাইনকে। সোমবার তিনি, বিপ্লব চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, দেবদূত ঘোষ, দেবযানী চট্টোপাধ্যায় গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। চা-চক্রে সবাই এক ফ্রেমে ধরা দিতেই সবিস্তার জানতে যোগাযোগ করা হয় চিরঞ্জিতের সঙ্গে।
তিনি বলেন, “আর্টিস্ট ফোরামের ২৫ বছর চলছে। এই দীর্ঘ সফরে অনেক গৌরবোজ্জ্বল দিন এই সংগঠনের মুকুটে পালক জুড়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতেই আরও একটি কমিটি তৈরির কথা ভাবনা। সেই কমিটিতে ছবিতে যাঁদের দেখা গিয়েছে তাঁরাই সম্ভবত থাকবেন। তারই আলোচনা করতে আমরা রঞ্জিতদার বাড়িতে গিয়েছিলাম। কারণ, ফোরামের সভাপতি তিনি।” আলোচনার মাধ্যমে নানা বিষয় উঠে এসেছে বলে জানা গিয়েছে। শিল্পী, কলাকুশলীদের স্বার্থরক্ষার পাশাপাশি বাংলা বিনোদন দুনিয়াকে এগিয়ে নিয়ে যেতে সংগঠন যা যা করতে পারে সেই বিষয়েও এ দিন আলোচনা হয়। নতুন কমিটি গঠন হলে সম্ভবত সেটি সংগঠনের সঙ্গে সমান্তরাল ভাবে চলবে, এখনও পর্যন্ত এমনই ভাবনা।
তা হলে কি মূল সংগঠনের মতো এই কমিটিতেও সভাপতি, সম্পাদক পদ থাকবে?
জানতে যোগাযোগ করা হয় ফোরামের সভাপতি অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁর কথায়, “সে সব এখনও কিছুই ঠিক হয়নি। রঞ্জিতদার বয়স হয়েছে। বয়সজনিত কারণে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁর অসুবিধে হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা করতেই সম্ভবত তিনি সোমবার সন্ধ্যায় নিজের বাড়িতে চা-চক্রের আয়োজন করেছিলেন। আপাতত আমি এটুকুই জানি।” প্রতি বছরের মতো এ বছরেও নির্দিষ্ট সময়ে সংগঠনের সভাপতি, সম্পাদক নির্বাচন হবে। শান্তিলাল জানিয়েছেন, নতুন কেউ নির্বাচিত হলে তাঁকে স্বাগত। না হলে পুরনো সভাপতি, সম্পাদক বহাল থাকবেন।