Sonarpur Incident

শ্যালকের কানে কামড় বসিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা! ‘মত্ত’ জামাইবাবুর খোঁজে পুলিশ

সোনারপুর মালিপাড়ার বাসিন্দা সৌরভের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন। শুক্রবার গভীর রাতে স্বামী-স্ত্রীর অশান্তি হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১২:৫৮
আক্রান্ত যুবক জামাইবাবুর বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়।

আক্রান্ত যুবক জামাইবাবুর বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

মত্ত অবস্থায় জামাইবাবু মারধর করছেন দিদিকে। সেই অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হলেন শ্যালক। শ্যালকের কানে কামড় দিয়ে রক্তাক্ত করে তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নোয়াপাড়া এলাকার ঘটনা। আক্রান্ত হন রাজা শ্রীবাস্তব। তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জামাইবাবু সৌরভ সেনের বিরুদ্ধে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও আটক বা গ্রেফতারির কোনও খবর নেই।

Advertisement

সোনারপুর মালিপাড়ার বাসিন্দা সৌরভের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন। শুক্রবার গভীর রাতে স্বামী-স্ত্রীর অশান্তি হয়। সেই সময় পাশের ঘরে ছিলেন সুস্মিতার ভাই রাজা। দিদির কান্নার আওয়াজ শুনে তিনি ছুটে যান। তাঁর অভিযোগ, দিদিকে তখন জামাইবাবু মারধর করছেন। তিনি বাধা দিলে নেশাগ্রস্ত জামাইবাবু তাঁর কানে কামড় বসিয়ে দেন।

শুধু তাই নয়, ধস্তাধস্তির সময়ে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। গুরুতর আহত হন ওই যুবক। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

চিকিৎসা করিয়ে গভীর রাতের ঘটনার বিবরণ জানিয়ে শনিবার সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রাজা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। রাজা ও তাঁর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, বাড়ির মেয়ের উপর দীর্ঘ দিন ধরে অত্যাচার করছেন জামাই। অনেক বার পারিবারিক ভাবে মেটানোর চেষ্টা করেছেন। তবে এ বার পুরো বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হচ্ছেন। অন্য দিকে, পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সৌরভের খোঁজ চলছে। ঘটনার পর থেকে তাঁর খোঁজ মিলছে না। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।

Advertisement
আরও পড়ুন