‘রক্তবীজ ২’-এর খলনায়ক অঙ্কুশ হাজরা। ছবি: ফেসবুক।
‘গোবিন্দ’ সেই যে দাঁত মাজা শুরু করেছেন, থামেননি! আগের পর্বে তিনি নেচে নেচে দাঁত মেজেছেন। শেষে একবার মুখ দেখিয়ে আভাস দিয়েছিলেন, তিনি থাকছেন। পরের পর্বের শুরুতেই ঘোষণা, অঙ্কুশ ‘গোবিন্দ’ হাজরা ‘রক্তবীজ ২’-এর দাপুটে খলনায়ক! মাত্র চার দিনের কাজ হয়েছে। এখনও বড় অংশের শুটিং বাকি। মঙ্গলবার রাতে টাকী পৌঁছে গিয়েছেন তিনি। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় সকাল সকল ক্যামেরার সামনে। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই আগাম অনুরোধ, “বেশি কিছু বলতে পারব না। বিপদে ফেলবেন না!”
কিন্তু এত ক্লান্ত কেন! অনেক ভোরে উঠতে হয়েছে কিনা জানতে চাইতেই ফোনের ও পারে জোর গলায় জানালেন, তা নয়। সারা দিন টানা শুটিং চলেছে। তাই একটু ক্লান্ত। দাঁত মাজা ফেলে ‘গোবিন্দ’-এ বার মারপিট করবে! বলতেই জোরে হাসি। অঙ্কুশ বললেন, “এর পিছনে গল্প রয়েছে। আমায় নন্দিতাদি-শিবুদা ‘রক্তবীজ’-এ আইটেম গানের জন্য ডেকেছিলেন। আমি তখন বায়না জুড়েছিলাম, অবশ্যই করব। কিন্তু শুধুই আসব, নাচব, চলে যাব? আমায় দিয়ে একটু যদি কিছু দৃশ্য দেখাও। মানে, আমি যদি কোনও সূত্র রেখে যেতে পারি।”
পরিচালক জুটির অন্যতম শিবপ্রসাদ দু’দিন সময় চেয়েছিলেন। তার পর ছবির ক্লাইম্যাক্সের কথা জানান। অভিনেতাকে বলেন, “তোর জন্য ছবির সিকুয়েল ভেবে ফেললাম! তুই পরের পর্বের খলনায়ক। খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। এতটাও আশা করিনি।” অভিনেতা নিজেও ভাবতে পারেননি, তাঁর আবদার এতটা মর্যাদা পাবে।
চার দিনের শুটিংয়ে ভিক্টর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যদের সঙ্গে কাজ হয়েছে তাঁর। ছবিতে ‘ব্যান্ডিড ক্যুইন’ সীমা বিশ্বাস, নায়ক আবীর চট্টোপাধ্যায়, নায়িকা মিমি চক্রবর্তী রয়েছেন। তাঁদের সঙ্গে শুটিং হয়েছে? টলিউডে খবর ছড়িয়েছে, এ বারের পুজোয় নাকি আবীর বনাম অঙ্কুশ? এখনই ভাঙতে নারাজ খলনায়ক। রসিকতা করে বললেন, “আবীরদার সঙ্গে আমার দৃশ্য আছে কি না তাই-ই জানি না! দর্শকদের সঙ্গে আমিও পর্দায় দেখব।” সম্ভবত এই প্রথম বড় পর্দায় পুরোদস্তুর খলনায়ক তিনি। তার উপর নন্দিতা-শিবপ্রসাদের ছবি মানেই সেখানে ভাল অভিনয় অনিবার্য।
নিজেকে ঘষামাজা করা প্রসঙ্গে অঙ্কুশ বলেন, “অনেক না হলেও কিছুটা তো ঘষামাজা করতেই হয়েছে! এর আগে ‘ভিলেন’ ছবিতে আমিই নায়ক আবার খলনায়ক। কিন্তু সেই ছবির খলনায়ক আর ‘রক্তবীজ ২’-এর খলনায়ক তো এক নয়।” তার উপরে দুই পরিচালক তাঁকে গুরু দায়িত্ব দিয়েছিলেন, তাঁকে চরিত্র সম্বন্ধে ভাবতে হবে। তিনি তাঁর মতো করে অভিনয় করবেন। না পারলে তখন তাঁরা দেখে নেবেন। এটাই ভাল লেগেছে অভিনেতার। বললেন, “আগে শুধুই শুনতাম, উইন্ডোজ় প্রযোজনা সংস্থা অভিনেতাদের প্রচণ্ড স্বাধীনতা দেয়। এখন বুঝতে পারছি। এই স্বাধীনতা পেলে কাজ ভাল হতে বাধ্য।”