গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ষোড়শ শতকের মেবারের শাসক সংগ্রাম সিংহ ওরফে রানা সাঙ্গার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সমাজবাদী পার্টি (এসপি)-র সাংসদ রামজীলাল সুমনের বাড়িতে হামলা চালাল রাজপুত-ক্ষত্রিয় সমাজের প্রভাবশালী সংগঠন করণী সেনা। অভিযোগ, চিতৌরের মহারানা প্রতাপের পূর্বপুরুষ সাঙ্গাকে এসপির রাজ্যসভা সাংসদ সম্প্রতি ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন। তারই জেরে এই হামলা।
একটি সভায় সুমন দাবি করেন, দিল্লির সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য মোগল নৃপতি বাবরকে রানা সাঙ্গাই ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে বুধবার সুমনের আগরার বাড়িতে চড়াও হন করণী সেনার কিছু সমর্থক। বুধবারের হামলার দায় স্বীকার করে করণী সেনার নেতা মহীপাল মকরানা বলেন, ‘‘আজ তো শুধু ট্রেলার দেখালাম। গোটা ছবি দেখানো বাকি রয়েছে।’’
সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, কিছু উত্তেজিত বিক্ষোভকারী বাড়িতে হামলা চালালে সেখানে মোতায়েন পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে করণী সেনার নিশানা হয়েছিলেন গুজরাতের বিজেপি সাংসদ তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালা। রাজকোটে দলিতদের একটি সভায় রূপালা বলেছিলেন, ‘‘বিদেশি মোগলরা আমাদের উপর রাজত্ব করেছে। ব্রিটিশরাও করেছে। ওরা আমাদের অত্যাচার করতে ছাড়েনি। কিন্তু রাজপুত মহারাজারা ওদের প্রণাম করতেন এবং ‘রুটি ও বেটি’-র সওদা করতেন। আমাদের রুখী (গুজরাতের দলিত) সম্প্রদায় কিন্তু তাদের ধর্ম পরিবর্তন করেনি বা মোগল ও ব্রিটিশদের সঙ্গে সম্পর্কও করেনি।’’