POCSO Case

নরেন্দ্রপুরে নাবালিকাকে একা পেয়ে যৌন নিগ্রহের অভিযোগ! প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে এক তরুণকে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:০৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। অভিযুক্ত তরুণ নাবালিকারই প্রতিবেশী। রবিবার রাতে কিশোরীকে একা পেয়ে ওই তরুণ তাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ফয়জ়ল বিন আহমেদ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

নাবালিকার বয়স ১২-১৩ বছর। রবিবার রাতে ওই ঘটনার পর প্রতিবেশী তরুণের বিষয়ে সে পরিবারের সদস্যদের কাছে জানায়। নাবালিকার থেকে সে কথা জানার পর রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানায় তার পরিবার। ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে পুলিশ। অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে তল্লাশি শুরু হয়। শেষে নরেন্দ্রপুর থানা এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি রবিবার রাতেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় সাজা ঘোষণা করেছে বারুইপুর আদালত। ৪ অক্টোবর প্রকাশ্যে আসে জয়নগরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা। নাবালিকার দেহ উদ্ধারের পরের দিনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জয়নগরকাণ্ডের তদন্তে সিট গঠন করে রাজ্য পুলিশ। দেহ উদ্ধারের ২৬ দিন পর চার্জশিট জমা করে পুলিশ এবং ৬৪ দিনের মাথায় সাজা ঘোষণা করে আদালত। অভিযুক্তের ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার অপর এক প্রান্তে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন এক প্রতিবেশী তরুণ।

Advertisement
আরও পড়ুন