শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বোড়ালের সরলদিঘিতে। —প্রতীকী চিত্র।
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বোড়ালের সরলদিঘিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দেব পাল (৫৪)। তাঁর বাড়ি ওই এলাকার ভট্টাচার্যপাড়ায়। ঘটনার পরে বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি কারখানার শ্রমিক জয়দেব শনিবার রাতে
কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলছিল ট্রাকটি। রাতে প্রশাসনের নজরদারির অভাবেই এই দুর্ঘটনা বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ চলে। পরে আরও বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ট্রাক-সহ চালক ও খালাসিকে আটক করা হয়েছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই বেপরোয়া গাড়ির দাপট বাড়ে। পুলিশি নজরদারি তো থাকেই না। তার উপরে রাস্তায় আলোর ব্যবস্থা নেই। সিসি ক্যামেরা থাকলেও তা কাজ করে না বলেই দাবি এলাকার মানুষের। এই সুযোগে এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়েছে বলেও অভিযোগ। পুলিশ অবশ্য জানিয়েছে, নিয়মিত নজরদারি চালানো হয়। আলোর ব্যবস্থা নিয়ে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।