—প্রতিনিধিত্বমূলক চিত্র।
এক বধূকে প্রেমপ্রস্তাব দিয়েছিলেন স্থানীয় যুবক। বিষয়টি জানাজানি হতে সেই বধূর বাড়িতেই চড়াও হয়ে তাঁর স্বামীকে কোপ মারার অভিযোগ উঠল এক যুবক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বয়রা গ্রামের ঘটনা। স্বামীকে বাঁচাতে এসে আহত হন ওই বধূও। এই ঘটনায় যুবকের স্ত্রীকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনার বয়রা পঞ্চায়েতের মেহেরানি গ্রামে থাকেন ইব্রাহিম মণ্ডল। তাঁর স্ত্রী কোহিনুর মণ্ডলকে ওই গ্রামেরই বাসিন্দা আব্বাস মণ্ডল প্রেমপ্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ। কোহিনুরের দাবি, তাঁকে উত্ত্যক্তও করতেন আব্বাস। স্থানীয়েরা জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে আব্বাস এবং তাঁর স্ত্রী ইব্রাহিমের বাড়িতে চড়াও হন। শুরু হয় বচসা। বচসার জেরে ইব্রাহিমকে হাঁসুয়া দিয়ে কোপানো অভিযোগ আব্বাস এবং তাঁর স্ত্রী আরিফার বিরুদ্ধে। ইব্রাহিমকে রক্ষা করতে গিয়ে আহত হন তাঁর স্ত্রী কোহিনুর।
গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে আব্বাসের স্ত্রী আরিফাকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ।