— প্রতিনিধিত্বমূলক চিত্র।
১১ বছরের ভাইপোকে কুপিয়ে খুন করে তিন দিন পালিয়ে বেড়ানোর পর অভিযুক্ত কাকাকে গ্রেফতার করল পুলিশ। সোমবারই ধৃত কামরুন জামামকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
গত শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার গাঙাটি এলাকায় খুন হয় ১১ বছরের আমিনুর জামান। অভিযোগ, তাকে কুপিয়ে খুন করেছেন কাকা কামরুল। স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনে খেলছিল ১১ বছরের ছেলেটি। তার সঙ্গে বল নিয়ে খেলছিল তুতো বোন। বল নিয়ে দুই খুদের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল।
অভিযোগ, সেই সময় মেয়েটির বাবা ছুটে গিয়ে ভাইপো আমিনুরকে মারধর করেন। ধারালো অস্ত্র দিয়ে নাবালক ক্ষতবিক্ষত করেন চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়েরা ছুটে গেলে কামরুল অস্ত্র ফেলে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় বালককে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন তার মৃত্যু হয়েছে। পুলিশ গিয়ে কামরুলের বাড়ি সিল করে। শুরু হয় তাঁর খোঁজ। শেষমেশ সোমবার তাঁকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, ভাইপোকে খুনের পরে পালিয়ে গিয়ে হাড়ায়ো এলাকায় ছিলেন অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে।