Sujan Chakraborty

ভুয়ো ‘পোস্ট’ সুজনের নামে, পুলিশে নালিশ

নিয়োগ-দুর্নীতির জেরে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য প্রসঙ্গে কিছু প্রতিক্রিয়া দিয়েছিলেন সুজন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০৯:২৮
সুজন চক্রবর্তী।

সুজন চক্রবর্তী। —ফাইল চিত্র।

কাশ্মীরে জঙ্গি হানার ঘটনার পর থেকেই ‘ধর্মনিরপেক্ষ’দের আক্রমণে আদা-জল খেয়ে নেমে পড়েছে বিজেপি এবং নানা হিন্দুত্ববাদী সংগঠন। এ বার সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মুখে কাশ্মীর সংক্রান্ত ‘ভুয়ো বক্তব্য’ বসিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই নিয়ে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, বিজেপির সাংসদ ও মুখপাত্র শমীক ভট্টাচার্য এই ‘প্রবণতা’র সরাসরি নিন্দা করেননি!

Advertisement

নিয়োগ-দুর্নীতির জেরে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য প্রসঙ্গে কিছু প্রতিক্রিয়া দিয়েছিলেন সুজন। কিন্তু শুক্রবার অভিযোগ ওঠে, সমাজমধ্যমে তাঁর ওই বক্তব্যকে সম্পূর্ণ বিকৃত করে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু ‘অবাঞ্ছিত’ মন্তব্য সুজনের মুখে জুড়ে দেওয়া হয়েছে। সেই ‘পোস্ট’টি বিজেপির একাধিক নেতা-নেত্রী ‘শেয়ার’ও করেন। এর পরেই সিপিএমের আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় লালবাজার সাইবার ক্রাইম শাখায় এই নিয়ে অভিযোগ করেন।

ঘটনা প্রসঙ্গে সুজন বলেছেন, “আমার ছবি ব্যবহার করে এবং মিথ্যে কথা জুড়ে দিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়েছে। আমি দ্ব্যর্থহীন ভাবে জানাচ্ছি যে, আমি কখনওই কোনও মাধ্যমে, এমনকি সামাজিক মাধ্যমেও এই ধরনের কথা বলিনি। এটি দুষ্টচক্রের একটি পরিকল্পিত অপপ্রচার, যার লক্ষ্য আমার ও আমাদের দলের সম্মানহানি করা এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। এর বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।” যদিও রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীকের মন্তব্য, “সার্জিক্যাল স্ট্রাইকের পরে এই রাজ্যের রাজনীতিকদের মুখে যে প্রতিক্রিয়া শোনা গিয়েছিল, তা পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পেয়েছিল। ফলে, যে প্রবণতা তৈরি হয়ে গিয়েছে, তার পরে এই বক্তব্য ভুয়ো হলেও মানুষ অবিশ্বাস করে না! এটা দুর্ভাগ্যের।”

Advertisement
আরও পড়ুন