ফল প্রকাশের দিনক্ষণ আগামী সপ্তাহের প্রথমেই জানানো হবে। —প্রতীকী চিত্র।
কয়েক জন পরীক্ষার্থীর ফল অসম্পূর্ণ থাকায় এ বার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন সেই সব পরীক্ষার্থীর ফল না-ও বেরোতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনটাই জানা গিয়েছে। সংসদ জানিয়েছে, যাদের খাতা ‘আরএ’ (রিপোর্টেড এগেনস্ট) হয়েছে, সার্বিক ফল বেরোনোর দিন তাদের ফল না বেরোনোরই সম্ভাবনা রয়েছে। এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪০০-৫০০। তবে, সামগ্রিক পরীক্ষার ফল নির্ধারিত সময়ে, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই প্রকাশিত হবে বলে মনে করছেন সংসদ-কর্তারা। তাঁরা
জানান, ফল প্রকাশের দিনক্ষণ আগামী সপ্তাহের প্রথমেই জানানো হবে।
চলতি বছরের মাধ্যমিকের ফল বেরোচ্ছে ২ মে। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল, মে মাসের প্রথম সপ্তাহেই ফল বেরোবে। উল্লেখ্য, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল ঠিক সময়ে বেরোবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সূত্রের খবর, শিক্ষকদের আন্দোলন শুরু হওয়ার সময়ে মাধ্যমিকের খাতা দেখার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু, আন্দোলনের অনেকটাই প্রভাব পড়েছিল উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে। কারণ, তখনও উচ্চ মাধ্যমিকের বেশ কিছু খাতা বণ্টন বাকি ছিল। আন্দোলনরত একাধিক চাকরিহারা শিক্ষক জানিয়েছিলেন, তাঁরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন না। কোনও কোনও চাকরিহারা শিক্ষক খাতা ফেরতও দিয়ে দিয়েছিলেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, ফেরত দেওয়া বা না-দেখা খাতা দেখা নিয়ে সমস্যা হয়নি। অন্য শিক্ষকেরা সেই খাতা দেখে দিয়েছেন। তবে, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের প্রভাব কিছুটা হলেও পড়েছে খাতা দেখার উপরে। সেই সঙ্গে, ‘আরএ’ হওয়া পরীক্ষার্থীদের ফল বেরোনো নিয়ে আগে বৈঠক করতে হয়। সেই বৈঠকও কয়েকটি বাকি আছে।
সংসদের এক কর্তা জানান, ‘আরএ’ মানে কিন্তু শুধুমাত্র যে সব পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে, তারা নয়। মোবাইল নিয়ে এ বারের উচ্চ মাধ্যমিকে ধরা পড়েছে মাত্র আট জন। সেই সঙ্গে, পরীক্ষার্থীদের খাতার সঙ্গে অতিরিক্ত পাতার (লুজ় শিট) হস্তাক্ষর না মেলা, খাতার পাতা ছিঁড়ে নেওয়া-সহ বিভিন্ন কারণে ‘আরএ’ হয়। সংসদের কর্তারা অবশ্য
আশাবাদী, উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পরের এক সপ্তাহের মধ্যে ‘আরএ’ হওয়া পরীক্ষার্থীদের ফল বেরিয়ে যাবে। তাঁদের দাবি, গত দু’বছরে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর সময়ে অসম্পূর্ণ ফল প্রায় ছিল না। চলতি বছরে ‘আরএ’ হওয়া পরীক্ষার্থীদের ফল সকলের সঙ্গে প্রকাশ করতে গেলে সামগ্রিক ফল প্রকাশে দেরি হত। তাই এমন পরীক্ষার্থীদের ফল প্রকাশ কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে।