Gangasagar Mela 2024

গঙ্গাসাগরের মেলায় এ বার বাড়তি নজরদারি

মমতা জানিয়েছেন, ৮-১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা হবে। মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি দুপুর ২টো ৫৮ মিনিটে। পুণ‍্যস্নানের সময় ১৪ জানুয়ারি ভোর ৬টা ৪৫ মিনিট থেকে পরের দিন ভোর ৬টা ৪৫ মিনিট পর্যন্ত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৬
গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেলার প্রস্তুতি বৈঠকে তিনি জানান, পুণ‍্যার্থী-সহ প্রত‍্যেকের বিমা করাবে সরকার। সামগ্রিক ব‍্যবস্থাপনায় মন্ত্রী, পুলিশ এবং প্রশাসনের কর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছেন তিনি।

Advertisement

মমতা বলেন, “নাম করছি না। কিছু এলাকা সংবেদনশীল হয়ে গিয়েছে। পুলিশ, নৌবাহিনী, উপকূল রক্ষী বাহিনী, আইবি, এসবি সকলে মিলে নজরদারি চালাবে। আগের থেকে বেশি ওয়াচ টাওয়ার তৈরি করতে হবে।” পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, নাম না করলেও, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকেই ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী।

মমতা জানিয়েছেন, ৮-১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা হবে। মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি দুপুর ২টো ৫৮ মিনিটে। পুণ‍্যস্নানের সময় ১৪ জানুয়ারি ভোর ৬টা ৪৫ মিনিট থেকে পরের দিন ভোর ৬টা ৪৫ মিনিট পর্যন্ত। ৬-৮ জানুয়ারি গঙ্গাসাগর সফরে যাবেন মমতা। তিনি বলেন, “বারবার অনুরোধের পরেও গঙ্গাসাগরকে জাতীয় মেলার মর্যাদা দেয়নি কেন্দ্র। কুম্ভ মেলার সেই মর্যাদা থাকায় কেন্দ্রের আর্থিক সাহায্য পায়। গঙ্গাসাগর মেলার ব‍্যবস্থা রাজ‍্যই করে। জাতীয় মেলার মর্যাদা পেতে ফের চিঠি দেওয়া হবে।”

এ বার প্রায় আড়াই হাজার বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এবং ২১টি জেটি থাকবে। ওই সময়ে রেলও অতিরিক্ত এবং বিশেষ ট্রেন চালাবে বলে জানিয়েছে। তা ছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনী, ১২ হাজার পুলিশ, জিপিএস ও স‍্যাটেলাইট নজরদারি, আশপাশের হাসপাতালগুলিতে ৫০০-র বেশি শয‍্যা, চিকিৎসক, নার্স, আইসিইউ, অ‍্যাম্বুল‍্যান্স, ওয়াটার অ‍্যাম্বুল‍্যান্স, দমকলের ব্যবস্থা থাকবে।

Advertisement
আরও পড়ুন