arrest

গোপন অভিযান চালিয়ে কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার, পিস্তল-গুলিও বাজেয়াপ্ত করল খড়দহ পুলিশ

ধৃত শান্তনুর বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন থানায় সে সব অভিযোগ জমা পড়েছিল। শান্তনু বিভিন্ন সমাজবিরোধী কাজকর্মে অস্ত্রের জোগান দিত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ২১:৩০
শান্তনু পাল নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

শান্তনু পাল নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। —প্রতীকী ছবি

গোপন অভিযান চালিয়ে কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল এবং গুলি। পুলিশ জানিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে সোদপুরের অরবিন্দপল্লি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই শান্তনু পাল নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত শান্তনুর বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন থানায় সে সব অভিযোগ জমা পড়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতী শান্তনু বিভিন্ন সমাজবিরোধী কাজকর্মে অস্ত্রের জোগান দিত। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও বেশ কয়েক জন দুষ্কৃতী তাদের নজরে রয়েছে। দিন কয়েকের মধ্যেই অভিযান চালিয়ে ধরা হবে সেই কুখ্যাত দুষ্কৃতীদের।

Advertisement
আরও পড়ুন