West Bengal Panchayat Election 2023

বিজেপির দেওয়ালে আইএসএফ প্রার্থীর নাম, বিতর্ক

পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর পঞ্চায়েত এলাকার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। আইএসএফের অবশ্য দাবি, ভুল বোঝাবুঝির কারণে এমনটা ঘটেছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
পাথরপ্রতিমা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ০৭:৫৬
An image of the wall

একই দেওয়ালে আইএসএফ ও বিজেপি প্রার্থীর নাম। নিজস্ব চিত্র।

ভোটে নির্দিষ্ট আসনে লড়াইয়ের জন্য বিজেপি প্রার্থী দিয়েছে। অথচ, দেওয়ালে লেখা, আইএসএফ প্রার্থীর নাম। সেই নামের আগে লেখা হয়েছে ‘বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী’।

পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর পঞ্চায়েত এলাকার এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ওই বিজেপি প্রার্থী। আইএসএফের অবশ্য দাবি, ভুল বোঝাবুঝির কারণে এমনটা ঘটেছে। তৃণমূলের আবার বক্তব্য, বিজেপি ও আইএসএফের মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে। এই ঘটনা তারই প্রমাণ।

Advertisement

পাথরপ্রতিমা ব্লকের ৬ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী হয়েছেন দলের ব্লকআহ্বায়ক সিরাজউদ্দিন পাইক। ভোটের প্রচারের জন্য দেওয়াল লিখন শুরু হওয়ার পরে দেখা যায়, গ্রামসভা ও জেলা পরিষদে বিজেপির দলীয় প্রার্থীদের নাম থাকলেও পঞ্চায়েত সমিতির প্রার্থীর জায়গায় আইএসএফ প্রার্থী সুলতান বৈদ্যের নামলেখা হয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সিরাজ। তিনি বলেন, ‘‘আমার নাম না লিখে আইএসএফের প্রার্থী সুলতানের নামে প্রচার চালানো হচ্ছে। এমনকী, ওঁর নামে ব্যানারও তৈরি হয়েছে। আমাদের কর্মীরা কেন এ রকম করলেন তা বলতে পারছি না। পুরো বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি।’’

আইএসএফের পঞ্চায়েত সমিতির প্রার্থী সুলতান বৈদ্যের বক্তব্য, ‘‘আমি আইএসএফের প্রার্থী হিসাবেই ভোটে লড়াই করছি। ভুল করে বিজেপি কর্মীরা আমার নাম লিখে ফেলেছিলেন। তাঁদের সঙ্গে আমার কোনও চুক্তি বা গোপন বোঝাপড়া নেই। ইতিমধ্যে দেওয়াল মোছার কাজও শুরু হয়েছে।’’

এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা রুহুল কুদ্দুস গায়েনের কটাক্ষ, ‘‘তৃণমূলকে হারাতে ওরা গোপনে জোট করেছিল। এত দিন লুকিয়ে রেখেছিল, এখন তা প্রকাশ পেল।’’

বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। দলের মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল রাজ বলেন, ‘‘কাজটি ঠিক হয়নি। হতে পারে স্থানীয় নেতারা সিদ্ধান্ত নিয়ে এটি করেছেন। খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’’

আরও পড়ুন
Advertisement