Canning Hospital Incident

এ বার ক্যানিং হাসপাতালে রাজনৈতিক ‘থ্রেট’? সহকারী সুপারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

দাবিপূরণ না হলে প্রাণে মেরে ফেলা হবে! ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপার সৌরভ দাসকে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৩:৪৪
(বাঁ দিকে) ক্যানিং মহকুমা হাসপাতাল। সহকারী সুপার সৌরভ দাস (ডান দিকে)।

(বাঁ দিকে) ক্যানিং মহকুমা হাসপাতাল। সহকারী সুপার সৌরভ দাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

দাবিপূরণ না হলে প্রাণে মেরে ফেলা হবে! ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপার সৌরভ দাসকে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠল। হুমকির বিষয়টি দক্ষিণ ২৪ পরগনার জেলা স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতিকে চিঠি দিয়ে জানিয়েছেন সহকারী সুপার। এই প্রসঙ্গে হাসপাতালের সুপার বলেন, “অনভিপ্রেত ঘটনা। আমি বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন।”

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। অভিযোগ, কয়েক জন বহিরাগত যুবক হঠাৎই হাসপাতালের ভিতর ঢুকে পড়েন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন আয়া এবং চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীও। সহকারী সুপারকে সামনে পেয়ে তাঁরা হাসপাতালের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন না আটকানোর দাবি তোলেন। হাসপাতালের ভিতর আয়াদের থাকতে দিতে হবে বলেও দাবি তোলা হয়। দাবি মানতে রাজি হননি সহকারী সুপার। অভিযোগ, তার পরই তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। চিঠিতে রাজনৈতিক দলের সঙ্গে স্থানীয় এক যুবকের নামে অভিযোগ জানিয়েছেন সহকারী সুপার। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলার স্বাস্থ্য আধিকারিক।

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের পর সেখানকার কয়েক জন চিকিৎসক এবং পড়ুয়ার বিরুদ্ধে ‘থ্রেট কালচার’ বা ‘হুমকি সংস্কৃতি’ চালানোর অভিযোগ এনেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের সেই অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়। সেই আবহেই এ বার প্রাণনাশের হুমকি দেওয়া হল ক্যানিং হাসপাতালের সহকারী সুপারকে।

Advertisement
আরও পড়ুন