Lottery Win

৩০ টাকার লটারি টিকিটে খুলল হাবড়ার সব্জিবিক্রেতার ভাগ্য, পুজোর আগে হয়ে গেলেন কোটিপতি

সাইফুল জানান, লটারিতে জেতা এক কোটি টাকায় একটি বাড়ি তৈরি এবং কিছুটা জমি কেনার পরিকল্পনা রয়েছে তাঁর। বাদবাকিটাতে ছেলেমেয়েদের ভাল ভাবে পড়াশোনার ব্যবস্থা করবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৬
এক কোটির টিকিট নিয়ে সব্জিবিক্রেতা সাইফুল।

এক কোটির টিকিট নিয়ে সব্জিবিক্রেতা সাইফুল। নিজস্ব চিত্র।

লটারির দোকানে অবিক্রিত ছিল একটি মাত্র টিকিট। আর ৩০ টাকার তা কিনে কোটিপতি হলেন উত্তর ২৪ পরগনার হাবড়ার এক সব্জিবিক্রেতা। বৃহস্পতিবার লটারির খেলার ফল সামনে আসতেই হাবড়া থানার কুমড়া পাঁচঘরিয়া এলাকার বাসিন্দা সাইফুল মণ্ডল রাতারাতি ‘ভিআইপি’ হয়ে গিয়েছেন এলাকায়।

দীর্ঘদিন দারিদ্রের সঙ্গে লড়াই করে চলেছেন সাইফুল। অশোকনগর রেলস্টেশনে একটি ছোট্ট সব্জির দোকান রয়েছে তাঁর। সেই আয় থেকেই বাবা-মা-ছেলে-মেয়ে নিয়ে সাত জনের সংসার চালাতে হয় পরিবারের একা রোজগেরে সাইফুলকে। কিন্তু বুধবার ৩০ টাকার লটারি জীবন পাল্টে দিয়েছে তাঁর।

Advertisement

বুধবার সন্ধ্যায় কুমড়া বাজারের এক লটারি ব্যবসায়ীর দোকানে শেষ একটি টিকিট পড়ে ছিল। এক রকম জোর করে পরিচিত সাইফুলকে টিকিটটি গছিয়ে দেন ওই লটারি বিক্রেতা। আর বৃহস্পতিবার সকালে বাজারে গিয়ে তিনি জানতে পারেন সেই লটারিতেই প্রথম পুরস্কার পেয়েছেন। জিতেছেন এক কোটি টাকা।

সাইফুল জানিয়েছেন। তিনি মাঝেমধ্যে লটারি কিনতেন নিজের ভাগ্য পরীক্ষা করবেন বলে। সেই লটারি যে তাঁর ভাগ্য এ ভাবে ফিরিয়ে দেবে, তা কল্পনাও করতে পারেননি। এক কোটি টাকা জেতার খবর জেনেই, লটারির সেই টিকিট নিয়ে সটান থানায় হাজির হন তিনি। সাইফুল জানান, কিছুটা ভয়েই লটারির টিকিট নিয়ে থানায় হাজির হয়েছিলেন।

বৃহস্পতিবার সাইফুল বলেন, ‘‘এক রকম জোর করেই লটারি ওই টিকিটটি আমাকে বিক্রি করেছিলেন দোকানদার। আর সেই লটারিতে পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে পরিবারের সকলে।’’ কী করবেন এক কোটি টাকা নিয়ে? সাইফুল জানান, একটি বাড়ি তৈরি এবং কিছুটা জমি কেনার পরিকল্পনা রয়েছে তাঁর। বাদবাকিটাতে ছেলেমেয়েদের ভাল ভাবে পড়াশোনার ব্যবস্থা করবেন। তবে কোটিপতি হলেও সব্জি ব্যবসা বন্ধ করতে চান না তিনি।

Advertisement
আরও পড়ুন