Arrest

‘চোরাপথে’ এ দেশে, বাগদায় ধৃত দুই মহিলা

তদন্তকারীদের দাবি, ধৃতেরা জিজ্ঞাসাবাদে তাঁদের জানিয়েছেন, আর্থিক অনটনের কারণে চোরাপথে এ দেশে ঢুকে মুম্বইয়ে গিয়েছিলেন। সেখানে পরিচারিকার কাজ করতেন। বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ায় ফেরার সিদ্ধান্ত নেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ০৬:২০
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

দালালকে টাকা দিয়ে মাস চারেক আগে বাংলাদেশ থেকে চোরাপথে এ দেশে ঢুকেছিলেন বলে অভিযোগ। ফের চোরাপথে সে দেশে ফিরতে গিয়ে ধরা পড়লেন দুই মহিলা। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদার মাথাভাঙা এলাকায় ধৃত আজমিরা খাতুন এবং শিরিনা খাতুন বাংলাদেশের যশোরের বাসিন্দা। এ দিন বনগাঁ মহকুমা আদালতের বিচারক তাঁদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

তদন্তকারীদের দাবি, ধৃতেরা জিজ্ঞাসাবাদে তাঁদের জানিয়েছেন, আর্থিক অনটনের কারণে চোরাপথে এ দেশে ঢুকে মুম্বইয়ে গিয়েছিলেন। সেখানে পরিচারিকার কাজ করতেন। বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ায় ফেরার সিদ্ধান্ত নেন। বনগাঁ পুলিশ-জেলার এক কর্তা বলেন, ‘‘ওদের দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও অনুপ্রবেশকারীদের ধরপাকড়ে ঘাবড়ে গিয়ে হয়তো ফিরছিল।’’ পুলিশের অনুমান, ধৃতেরা
বাগদার রনঘাট সীমান্ত দিয়ে চোরাপথে দেশে ফেরার মতলবে ছিলেন।

সম্প্রতি বাংলাদেশ থেকে চোরাপথে এ দেশে ঢোকার জন্য বাগদা ব্লকের বিভিন্ন সীমান্ত এলাকাকে বাছছে অনুপ্রবেশকারীরা। গত এক মাসে তেমন কয়েক জন ধরাও পড়েছে। দিন কয়েক আগেই পুলিশ বাগদার দুর্গাপুর থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করে। স্থানীয় এক জনকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছিল সে।

বাগদার বাংলাদেশ সীমান্তে প্রায় পাঁচ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নেই। রয়েছে নদী সীমান্ত। কিছু অংশে কাঁটাতারের বেড়া থাকলেও, নষ্ট হয়েছে। তাই শীতের কুয়াশার আড়ালে সে সব জায়গা দিয়ে সীমান্ত পেরোনোর জন্য দালালদের টাকা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় আউলডাঙা, বাণেশ্বরপুর, ভবানীপুর, আষাঢ়ু এলাকায় ‘সিসি ক্যামেরা’ বাসানো হয়েছে। বাগদা বাজারে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে, যাতে সন্দেহজনক গতিবিধির উপরে নজর রাখা যায়।

Advertisement
আরও পড়ুন