BJP

News of the day: মুকুলের দলত্যাগ শুনানি, বিজেপি-র ছেড়ে দেওয়া কমিটির সালতামামি, আজ নজরে আর কী কী

পিএসি চেয়ারম্যান হাতছাড়া হওয়ার পর বিরোধীদের দখলে থাকা আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেয় বিজেপি। ওই কমিটিগুলির শীর্ষপদ আপাতত ফাঁকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ০৯:২৭
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মুকুল রায়ের দলত্যাগ নিয়ে বিধানসভায় শুনানি। বিধানসভার কমিটির চেয়ারম্যান নিয়ে বৈঠক। তৃণমূলের নতুন জেলা কমিটি ঘোষণার সম্ভাবনা। এগুলো ছাড়াও আজ, শুক্রবার দিনভর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে।

বিধায়ক হওয়ার পর তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। তাঁর এই অবস্থান বদল নিয়ে আগেই বিধানসভায় সরব হয়েছিল বিজেপি। পরে শাসকদলের কৌশলে পিএসি চেয়ারম্যান হন তিনি যা সচরাচর বিরোধীরাই পেয়ে থাকেন। এই অবস্থায় মুকুলের বিরুদ্ধে দলত্যাগ আইন প্রয়োগ করার পক্ষপাতী শুভেন্দু অধিকারীরা। আজ বিধানসভায় তা নিয়ে শুনানি হওয়ার কথা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্পিকার বিমান বন্দোপাধ্যায় দুপুর ২টো নাগাদ একটি বৈঠক ডেকেছেন। সেখানে শাসক ও বিরোধী দুই দলের বিধায়কদেরই উপস্থিত থাকার কথা।

Advertisement

মুকুল-শুনানি ছাড়াও আজ দুপুর ৩টে নাগাদ বিধানসভায় সব কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করার কথা স্পিকারের। পিএসি চেয়ারম্যান পদ হাতছাড়া হওয়ার পর বিরোধীদের দখলে থাকা আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেয় বিজেপি। ফলে ওই কমিটিগুলির শীর্ষপদ আপাতত ফাঁকা। সেখানে ফের বিজেপি প্রতিনিধিদের আনা হবে, না কি অন্য কোনও বিকল্প ব্যবস্থা হবে তা নিয়ে আজ স্পিকারের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত বিধানসভার কমিটি নিয়ে কী সিদ্ধান্ত হয় নজর থাকবে সে দিকেও।

আজ তৃণমূলের জেলা কমিটি ঘোষণা হতে পারে। বিধানসভা ভোটের পর রাজ্যস্তরে আগেই রদবদল হয়েছে। এ বার জেলাস্তরেও বদল আনতে চলেছে তৃণমূল। এত দিন জেলাভিত্তিক সংগঠনের দায়িত্বে মুষ্টিমেয় কিছু নেতা ছিলেন। বিধানসভা ভোটে তাই অনেক জায়গায় সংগঠন কিছুটা দুর্বল হয়ে পড়ে ঘাসফুল শিবিরের। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু এলাকায়। এক ব্যক্তি, এক পদ নীতি গ্রহণ করেছে তৃণমূল। ফলে সে দিকে নজর রেখেও হতে পারে সংগঠন ঢেলে সাজার কাজ। ফলে এ বার সংগঠনকে আরও মজবুত করতে তৃণমূলে কিছু নতুন মুখ উঠে আসার সম্ভাবনা রয়েছে। কারা জায়গা পেতে চলেছেন জেলা সংগঠনে আজ সে দিকেও নজর থাকবে।

এ ছাড়াও আজ নজর থাকবে রাজ্য জুড়ে বিভিন্ন প্রতারণা-কাণ্ডে পুলিশের তৎপরতা, জোগান কম থাকা স্বত্ত্বেও কোভিড টিকাকরণ কর্মসূচি, কয়েক জন করোনা আক্রান্ত হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী পদক্ষেপের দিকেও।

আরও পড়ুন
Advertisement