Viral Video

শাড়ি পরে ‘ফেভিকল সে’র সঙ্গে কোমর দোলাচ্ছেন তরুণী, বিদেশি কলেজে নজর কাড়লেন ‘দেশি গার্ল’

২০১২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সলমন খানের ছবি ‘দবং ২’। সেই ছবিতে ‘ফেভিকল সে’ আইটেম গানে নাচ করে প্রশংসা কুড়িয়েছিলেন বলি অভিনেত্রী করিনা কপূর খান। সেই গানেই শাড়ি পরে নাচ করলেন হিমা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১১:৩০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরনে গোলাপি শাড়ি। কানে মানানসই ঝুমকো দুল। শাড়ির আঁচল সামনে টেনে গুঁজে মঞ্চে নাচ করছেন তরুণী। নেপথ্যে বেজে চলেছে জনপ্রিয় হিন্দি গান। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন তিনি। বিদেশের কলেজে যে তিনি ‘দেশি গার্ল’ সেজে নাচ করার সুযোগ পেয়েছেন, তাতেই আনন্দ ধরছে না তরুণীর। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন তিনি (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

তরুণীর নাম হিমা অ্যাবি। অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। সেখানকার একটি অনুষ্ঠানেই পারফর্ম করেন হিমা। শাড়ি পরে হিন্দি গানের তালে নাচ করেছেন তিনি। ২০১২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সলমন খানের ছবি ‘দবং ২’। সেই ছবিতে ‘ফেভিকল সে’ আইটেম গানে নাচ করে প্রশংসা কুড়িয়েছিলেন বলি অভিনেত্রী করিনা কপূর খান।

সেই গানেই শাড়ি পর নাচ করলেন হিমা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদও জানান তিনি। ভিডিয়োটি পোস্ট করে হিমা লেখেন, ‘‘অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘দেশি গার্ল’ হওয়ার সুযোগ পেয়েছি। আমায় নাচের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’’

ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘খুবই ভাল নেচেছেন। এর পর আপনাকে দেখে কলেজের ছেলেরা এই গানটা গুনগুন করে গেয়ে ফেলতেও পারেন।’’

Advertisement
আরও পড়ুন