ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
রয়েছে আলো, বেজে চলেছে হিন্দি গান। গানের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন অনেকেই। তবে তাঁদের সকলেই পুরুষ। পুরুষদের ভিড়ের মাঝে নজর কাড়লেন এক মহিলা। পরনে তাঁর চুড়িদার। ওড়না মাথায় দিয়ে রয়েছেন তিনি। বাকিদের সঙ্গে নাচছেন তিনিও। কিন্তু তাঁর নাচের কাছে পাত্তাই পাচ্ছেন না অন্যেরা। হাতে মদের বোতল নিয়ে একেবারে বেসামাল হয়ে উদ্দাম নৃত্য করছেন তিনি। সমাজমাধ্যমে তাঁর নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘অ্যালোন_রাবণ০০০৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাথায় ওড়না দিয়ে এক মহিলা ঘুরে ঘুরে নাচ করে চলেছেন। তাঁর হাতে মদের বোতল। বোতল থেকে সুরাপান করতে করতেই নাচছেন তিনি। কোমরে হাত দিয়ে দুলকি চালে নেচেও ফেললেন। নাচতে নাচতেই মুখ থেকে কিছুটা মদ বাইরে ফেলে দিলেন তিনি। মহিলার আচরণ দেখে তাঁর হাত থেকে মদের বোতল কেড়ে নিচ্ছিলেন অন্য এক মহিলা। নাচে মেতে থাকলেও মদের বোতল কেড়ে নেওয়ার সময় যেন গায়ের সব জোর খরচ করে ফেললেন তিনি। তাঁর হাত থেকে বোতল কেড়ে নিতে পারলেন না দ্বিতীয় মহিলা। ফলে সেখান থেকে চলেই গেলেন তিনি।
অন্য দিকে মদের বোতল হাতে নিয়ে আবার নাচ করতে শুরু করেন ওই মহিলা। গান গাইতে গাইতে তাঁর সামনে আসেন এক ব্যক্তি। নাচ করতে করতে মহিলাকে অন্য ব্যক্তির দিকে ঠেলে দেন তিনি। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠে নেটপাড়ায়। কেউ কেউ আবার বিরক্তি প্রকাশও করেছেন। এক নেটব্যবহারকারীর মন্তব্য, ‘‘এত বয়স হয়ে গিয়েছে। এমন আচরণ শোভা পায় না।’’ আবার এক নেটাগরিক মজা করে বলেছেন, ‘‘তিনি তো দারুণ উপভোগ করছেন পুরো বিষয়টা।’’