ছবি: এক্স থেকে নেওয়া।
মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে সিংহ। তার উপর চড়াও হয়েছে জঙ্গলের ‘বিস্ট’। ধস্তাধস্তি করতে করতে এক সময় সে ছাড়া পেল ওয়াইল্ডবিস্টের কাছ থেকে। তখনই উঠে এক দৌড়ে পালিয়ে গেল ‘বনের রাজা’। সম্প্রতি এ রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সিংহ এবং ওয়াইল্ডবিস্টের মধ্যে জোর লড়াই বেঁধেছে। বেশ কিছু ক্ষণ ধুন্ধুমার চলার পর সিংহটি মাটিতে শুয়ে পড়ে। তার উপর শিং উচিয়ে বীরদর্পে দাঁড়িয়ে থাকে ওয়াইল্ডবিস্ট। এর পর আবার হামলা চালায় পশুরাজ। ওয়াইল্ডবিস্টের ঘাড়ের কাছে থাবা বসিয়ে তাকে বশে আনার বহু চেষ্টা করে। কিন্তু ‘বিস্ট’কে দমানো যায়নি। সিংহটি ওয়াইল্ডবিস্টের ঘাড়ে কামড় বসানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ওয়াইল্ডবিস্টের জোরের কাছে হার স্বীকার করে নেয় ‘বনের রাজা’। তার খপ্পর থেকে নিজেকে ছাড়িয়ে কোনও ক্রমে দৌড়ে পালায় সে। কিন্তু ওয়াইল্ডবিস্টও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সিংহের পিছনে দৌড়তে শুরু করে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য ইনস্টিগেটর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।