Guava Salad

চেনা পেয়ারার ভোল বদলে দিতে পারে কাসুন্দি, বানিয়ে ফেলুন পেয়ারা-কাসুন্দি স্যালাড! রইল প্রণালী

যদিও স্যালাড বললে চোখের সামনে শসা, পেঁয়াজ, গাজর এবং বিটের ছবিই ভেসে ওঠে, তবে স্বাদবদল করতে এক-আধ দিন চেনা স্যালাডের বদলে পেয়ারা-কাসুন্দি খাওয়াই যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬
Guava Salad

কী ভাবে বানাবেন পেয়ারা-কাসুন্দি? ছবি: সংগৃহীত।

‘স্যালাড’ বললে চোখের সামনে শসা, পেঁয়াজ, গাজর, বিটের ছবিই ভেসে ওঠে। তবে আজকাল নানা ধরনের ফল, স্প্রাউট্‌স দিয়েও স্যালাড তৈরি করা হয়।

Advertisement

কয়েক দিন আগে শহরেরই এক রেস্তরাঁয় খেতে গিয়ে নতুন ধরনের একটি স্যালাডের নাম শুনেছেন। পেয়ারা দিয়ে তৈরি সেই স্যালাডের নাম রাখা হয়েছে ‘পেয়ারা-কাসুন্দি’। টক, ঝাল আর মিষ্টির যুগলবন্দিতে তৈরি এই স্যালাড খেতেও অতুলনীয়। রইল রেসিপি।

উপকরণ:

২টি পেয়ারা

১ টেবিল চামচ ধনেপাতা কুচি

১ চা চামচ মিহি করে কাটা কাঁচালঙ্কা

আধ চা চামচ নুন

১ টেবিল চামচ সর্ষের তেল

আধ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো

আধ চা চামচ চাট মশলা

২ টেবিল চামচ কাসুন্দি

প্রণালী:

· পেয়ারাগুলি ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিন। খেয়াল করবেন, পেয়ারা যেন খুব পাকা না হয়।

· অন্য একটি পাত্রে সর্ষের তেল, নুন, চাটমশলা, কাসুন্দি ভাল করে মিশিয়ে নিন।

· এ বার কেটে রাখা পেয়ারার উপর থেকে ওই মিশ্রণ ছড়িয়ে দিন।

· ধনেপাতা, কাঁচালঙ্কা মিহি করে কুচি করে নিয়ে ছড়িয়ে দিন।

· সমস্তটা ভাল করে হাত দিয়ে মেখে নিন। এমন ভাবে মাখবেন, যেন পেয়ারার গায়ে মশলার মিশ্রণ ভাল ভাবে লেগে থাকে।

· কাচের প্লেটে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন