Viral Video

মজা বদলে গেল উদ্বেগে, নববধূকে ছড়িপেটা করল দেওর! বিশেষ লাভ হল না আটকেও, ভাইরাল ভিডিয়ো

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে করে স্বামীর সঙ্গে প্রথম বার শ্বশুরবাড়িতে পা রেখেছেন নববধূ। শুরু হয়েছে বিভিন্ন আচার। তার মধ্যেই একটি আচার অনুযায়ী, নববধূ এবং তাঁর দেওরের একে অপরকে ছড়ি দিয়ে মারার কথা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৯:২২
Video of newly wed bride and his brother in law during chhadi ceremony goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিয়ের আচার অনুযায়ী একে অপরকে ছড়ি দিয়ে মারছিলেন নববধূ এবং তাঁর দেওর। নিয়মরক্ষার খাতিরে নববধূ আস্তে আস্তে মারলেও বৌদিকে ছড়ি দিয়ে জোরে জোরে মারতে থাকে বালক দেওর। তবে বিষয়টি মোটেও ভাল চোখে দেখেননি উপস্থিত পরিবারের সদস্য এবং আত্মীয়েরা। বৌদিকে ছড়িপেটা করার কারণে বকুনিও জুটল ওই বালকের কপালে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে করে স্বামীর সঙ্গে প্রথম বার শ্বশুরবাড়িতে পা রেখেছেন নববধূ। শুরু হয়েছে বিভিন্ন আচার। তার মধ্যেই একটি আচার অনুযায়ী, নববধূ এবং তাঁর দেওরের একে অপরকে ছড়ি দিয়ে মারার কথা। সেই অনুষ্ঠান শুরুও হয়। তবে কিছু ক্ষণ পরেই অনুষ্ঠানের মজা বদলে যায় উদ্বেগে। বৌদিকে ছড়়ি দিয়ে জোরে জোরে মারতে থাকে ‘দুষ্টু’ দেওর। তাকে আটকানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। উপস্থিত সকলের চোখে-মুখে রাগ ফুটে ওঠে। এর পর বাড়ির বড়রা গিয়ে নিরস্ত করে ওই বালককে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। শুধু লাইকই পড়েছে প্রায় পাঁচ লক্ষ। অনেকেই অনেক মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। তবে খুদে দেওরের ব্যবহার নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি দেখে এক জন লিখেছেন, ‘‘ছেলেটি খুবই অসভ্য। বড়দের কথা শোনে না। সঠিক সহবৎ শেখানো উচিত ছিল।’’

Advertisement
আরও পড়ুন