Viral Video

ভয়েস কম্যান্ড দিয়ে রকেটবাজিতে আগুন ধরাল অ্যালেক্সা! বিস্মিত নেটাগরিকেরা, প্রকাশ্যে ভিডিয়ো

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছাদের উপর দাঁড়িয়ে এক যুবক রকেটবাজিতে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন অ্যামাজ়নের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেমকে। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আলেক্সা, রকেটে আগুন ধরাও।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৬:৩৭

ছবি: ইনস্টাগ্রাম।

অ্যামাজ়নের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ‘অ্যালেক্সা’। একে চালু করে আপনি যে কোনও প্রশ্ন করতে পারেন, কোনও পরিষেবা সম্পর্কে খোঁজখবর নিতে পারেন, স্পিকারে তার উত্তর পাবেন। অর্থাৎ, কোনও তথ্য পাওয়ার জন্য বা কিছু খোঁজাখুঁজির জন্য যেমন গুগ্‌লে টাইপ করে সার্চ করতে হয়, অ্যালেক্সাকে সেটাই মুখে বলতে হয়। কিন্তু অ্যালেক্সা কি আতশবাজিতে আগুনও ধরাতে পারে? দীপাবলির আবহে একটি ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে তেমনটাই। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অ্যালেক্সাকে রকেটবাজিতে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন এক যুবক। সেই নির্দেশ মেনে অ্যালেক্সাও ‘আগুন ধরিয়ে দিচ্ছে’ রকেটে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাদের উপর দাঁড়িয়ে এক যুবক রকেটবাজিতে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন অ্যামাজ়নের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবস্থাকে। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আলেক্সা, রকেটে আগুন ধরাও।’’ সেই সময় আলেক্সার পাল্টা গলা শোনা যায়, ‘‘হ্যাঁ বস্‌ রকেটে আগুন ধরানো হচ্ছে।’’ এর পরেই স্টিলের বোতলে রাখা একটি রকেট জ্বলে ওঠে। শূন্যে উঠে যায় সেটি।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় দেড় কোটি বার দেখা হয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা, ‘‘অ্যালেক্সার সাহায্যে রকেটবাজিতে আগুন দেওয়া।’’ এই ভিডিয়ো নিয়ে বিতর্কও কম হচ্ছে না। নেটাগরিকদের একাংশের দাবি, বিশেষ পদ্ধতিতে অ্যালেক্সার সাহায্যেই রকেটবাজিতে আগুন ধরনো হয়েছে। অন্য একাংশের পাল্টা দাবি, নিশ্চয়ই বিষয়টির নেপথ্যে কোনও কারসাজি রয়েছে। তবে যাই হোক ভিডিয়োটি নেটাগরিকদের মনোযোগ আকর্ষণ করেছে। এই ভিডিয়োয় প্রতিক্রিয়া দেখাতে দেখা গিয়েছে অনেক নামীদামি সংস্থাকেও। ভিডিয়োটি প্রসঙ্গে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আলেক্সা যেমন বিস্ময়, মানুষও তেমনই বিস্ময়।’’

Advertisement
আরও পড়ুন