Viral Video

চলন্ত গাড়ির ছাদে রিল! কেরামতির চোটে হুমড়ি খেয়ে মাটিতে তিন তরুণ, ‘শিক্ষা’য় খুশি সমাজমাধ্যম

গত ২০ জানুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই অনেক মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষ বারের বেশি দেখা হয়েছে সেই ভিডিয়ো।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৫৭

ছবি: এক্স থেকে নেওয়া।

গাড়ির ছাদ চড়ে হইহই করে স্কুলের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান থেকে ফিরছিলেন! উদ্দেশ্য ছিল রিল বানানো। কিন্তু বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য গাড়ির ছাদ থেকে হুমড়ি খেয়ে রাস্তায় পড়ে গেলেন তিন তরুণ। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে। মধ্যপ্রদেশের একটি স্কুলে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেখানে থেকেই ফিরছিলেন পড়ুয়ারা। তখনই বিপত্তি বাধে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে একের পর এক গাড়ি ছুটে চলেছে। প্রতিটি গাড়িতেই দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা রয়েছেন। তাঁদের সকলের পরনেই কালো কোট-প্যান্ট। এর মধ্যেই তিন পড়ুয়া বিপজ্জনক ভাবে একটি কালো গাড়ির ছাদে চড়ে স্কুল থেকে ফিরছিলেন। রিল বানাচ্ছিলেন তাঁরা। কিন্তু গাড়িচালক বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে তাঁরা রাস্তায় পড়ে যান। ভারসাম্য হারিয়ে গাড়ির ছাদ থেকে হুমড়ি খেয়ে মাটিতে প়ড়ে যান তিন জনেই। তবে অল্পের জন্য তাঁদের প্রাণরক্ষা পায়। কোনও রকমে সামলে মাটি থেকে উঠে দাঁড়ান তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ২০ জানুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই অনেক মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষবারের বেশি দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার ওই তরুণদের কাণ্ড দেখে নিন্দা করেছেন। প্রশ্ন তুলেছেন, রিল কি প্রাণের থেকেও বেশি দামি? ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘তিন তরুণের উচিত শিক্ষা হয়েছে। এদের সঙ্গে এমনটাই হওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই তরুণদের কঠোর শাস্তি হওয়া উচিত। জরিমানাও হওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন