ছবি: এক্স থেকে নেওয়া।
নাতিকে কোলে করে নিয়ে হাঁটছিলেন এক প্রৌঢ়। দ্রুত গতিতে এসে ধাক্কা দিল গাড়ি। ছেঁচড়ে নিয়ে গেল কোলের নাতিকে। এমনই একটি ঘটনায় হইচই পড়েছে রাজধানী দিল্লিতে। সেই দুর্ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির আদর্শ নগরে। ৫৬ বছর বয়সি রাজেশ কুমার নাতিকে কোলে নিয়ে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি গাড়ি প্রচণ্ড গতিতে এসে প্রথমে একটি স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ছিটকে যান স্কুটির চালক। এর পর ওই গাড়িটি এসে ধাক্কা মারে রাজেশ এবং তাঁর নাতিকে। গাড়ির ধাক্কায় ছিটকে যান রাজেশ। তবে তাঁর নাতিকে কয়েক মিটার পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায় গাড়িটি। আহত বাচ্চাটি চিৎকার করে কাঁদতে থাকে। রাস্তায় ভিড় জমে যায়। রাজেশ ছুটে এসে গাড়ির পিছনের চাকা থেকে নাতিকে উদ্ধার করেন। পুরো ঘটনাটি রাস্তায় থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, ১৭ বছরের এক কিশোর দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে গাড়ি নিয়ে পর পর ধাক্কা মারে সে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করেছে। কিশোরকেও আটক করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও খবর।