Viral Video

‘একটু ঘুমোতে দে’! স্কুলের মেঝেতেই জিরিয়ে নিলেন মত্ত মাস্টারমশাই! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মত্ত অবস্থায় স্কুলের একটি ক্লাসরুমে মাদুর পেতে শুয়ে রয়েছেন ওই শিক্ষক। হঠাৎ মাথা তুলে এ দিক-ও দিক তাকাতে দেখা যায় তাঁকে। তার পর হাতে ধরা মোবাইল ফোনটি এক বার দেখে পকেটে পুরে দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৮
Video of teacher sleeping on class floor in intoxicated state

ছবি: এক্স থেকে নেওয়া।

মত্ত অবস্থায় স্কুলের মধ্যেই জিরিয়ে নিচ্ছেন মাস্টারমশাই। ক্লাসরুমের মেঝেতেই টান টান হয়ে ঘুমোচ্ছেন। এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে মধ্যপ্রদেশে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধর জেলার নলচা ব্লকে অবস্থিত কুরাদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত শিক্ষকের নাম অমর সিংহ মৌর্য। পুরো ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মত্ত অবস্থায় স্কুলের একটি ক্লাসরুমে মাদুর পেতে শুয়ে রয়েছেন ওই শিক্ষক। হঠাৎ মাথা তুলে এ দিক-ও দিক তাকাতে দেখা যায় তাঁকে। তার পর হাতে ধরা মোবাইল ফোনটি এক বার দেখে পকেটে পুরো দেন। আবার শুয়ে পড়েন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে হইচইও পড়েছে রাজ্য জুড়ে। ওই শিক্ষকের শাস্তির দাবিতেও সরব অনেকে।

গ্রামবাসীদের অভিযোগ, অমর নামে ওই শিক্ষককে আগেও মত্ত অবস্থায় বিভিন্ন কীর্তি ঘটাতে দেখা গিয়েছে। বার বার সাবধান করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। গ্রামবাসীদের এ-ও দাবি, অমর রাজনৈতিক সুরক্ষা পান বলেই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নতুন ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অমরের শাস্তির দাবি তুলে সোচ্চার হয়েছেন তাঁরা। যদিও অমরের দাবি, রাতে ঠিক মতো ঘুম না হওয়ায় তাঁর বিশ্রামের প্রয়োজন ছিল। আর সে কারণেই ক্লাসের মেঝেতে ঘুমিয়ে পড়েছিলেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেছেন কি না, তা জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন