ছবি: এক্স থেকে নেওয়া।
বৈদ্যুতিক তার থেকে ঝুলছে বাঁদরছানা। উপরের আর নীচের তার একসঙ্গে ছুঁলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতে পারে মৃত্যু। এমন সময় সন্তানের উদ্ধারে ছুটে এল মা। এক লাফে তারের উপর উঠে সন্তানকে উদ্ধার করল সে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বৈদ্যুতিক খুঁটির উপরের তার ধরে ঝুলছে একটি বাঁদরছানা। কিন্তু অনেক চেষ্টা করেও নামতে পারছে না। মৃত্যুভয়ে কাঁপছে। এমন সময় ওই তারের সামনের একটি ভবনের ছাদে চড়ে বসে মা-বাঁদর। ছানার বিপদ বুঝতে পেরে চঞ্চল হয়ে পড়ে। কিছু ক্ষণ সন্তানের দিকে অসহায় ভাবে তাকিয়ে থাকার পর এক লাফ দেয় সন্তানের দিকে। বৈদ্যুতিক তারে চড়ে বিদ্যুৎগতিতে উদ্ধার করে সন্তানকে। এর পর আবার এক লাফ দিয়ে চলে যায় ওই ভবনের ছাদে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছে। প্রায় ছ’লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মানুষের হোক বা বাঁদরের, মা কিন্তু মা-ই হয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সন্তান বিপদে পড়লে কেউ পাশে থাকুক না থাকুক, বাবা-মা পাশে থাকবেই।