Viral Video

নবদম্পতিকে ছোড়া ফুল গায়ে লাগতেই অগ্নিশর্মা পুরোহিত, ছুড়ে মারলেন প্লেট! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়ে করছেন পাত্র-পাত্রী। জমকালো ছাঁদনাতলায় দাঁড়িয়ে সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা। তাঁদের ঘিরে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের ঢল। নববর এবং বধূকে আশীর্বাদ করতে তাঁদের দিকে ফুল ছুড়ছেন সকলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৮
Video of Hindu priest throws flower plate at relatives in a marriage ceremony

ছবি: এক্স থেকে নেওয়া।

সাতে পাকে বাঁধা পড়ছেন নব বর এবং বধূ। দাঁড়িয়ে মন্ত্র পড়ছেন পুরোহিত মশাই। দু’দিক থেকে পাত্র এবং পাত্রীর উপর অঝোর ধারায় পুষ্পবৃষ্টি হচ্ছে। ফুল ছুড়ছেন তাঁদেরই বন্ধুবান্ধব এবং আত্মীয়েরা। কিন্তু সেই ফুল পুরোহিতের গায়ে লাগতেই চটে লাল হয়ে গেলেন পুরোহিত। পাল্টা ফুলের সাজি ছুড়ে মারলেন আত্মীয়দের দিকে। এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে বিয়ের মরসুমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়ে করছেন পাত্র-পাত্রী। জমকালো ছাঁদনাতলায় দাঁড়িয়ে সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা। তাঁদের ঘিরে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের ঢল। নববর এবং বধূকে আশীর্বাদ করতে তাঁদের দিকে ফুল ছুড়ছেন সকলে। তাদের মধ্যেই বন্ধুবান্ধবদের কয়েক জন মজা করে খুব জোরে জোরে ফুল ছুড়তে থাকেন। তার মধ্যেই কয়েকটি পুরোহিতের গায়ে লাগে। আর তাতেই অগ্নিশর্মা হয়ে যান তিনি। তাঁর হাতেও এক প্লেট ভর্তি ফুল ছিল। প্লেট-সহ সেই ফুল বন্ধুবান্ধবের দিকে ছুড়ে মারেন। তেড়েও যান তাঁদের দিকে। উভয় পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। পুরো বিষয়টি দেখেও নিরুত্তাপ ভাবে সাত পাকে ঘুরতে থাকেন পাত্র এবং পাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে বৃহস্পতিবার পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রচুর বার শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পুরোহিত মশাই বিরাট কোহলির মূর্তি ধারণ করেছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পুরোহিতদের এত রাগ ভাল নয়। ভাল ভাবেও বুঝিয়ে বলতে পারতেন।’’

Advertisement
আরও পড়ুন