Viral Video

জঙ্গল থেকে বেরিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কুনোর চিতা! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে শেওপুরের ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চিতাটি। তার ঠিক পিছনেই একটি গাড়ি থেকে তার উপর নজর রাখা হয়েছে। অন্য দিকে, চিতাটি নিজের মনে সোজা হেঁটে বেরিয়ে যাচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২৩
Video of Kuno Cheetah roaming around Sheopur street in Madhya Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

কুনো জাতীয় উদ্যান থেকে পালিয়ে যাওয়ার পর মধ্যপ্রদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা চিতা! মঙ্গলবার গভীর রাতে চিতাটিকে শেওপুরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। যদিও পরে তাকে উদ্ধার করে আবার জাতীয় উদ্যানে ফেরত পাঠানো হয়। তবে তার মধ্যেই ওই চিতার প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বছর দুয়েক আগে আনা হয়েছিল নামিবিয়ার একদল চিতা। কিন্তু তার পর থেকেই একের পর এক চিতার মৃত্যুতে চিন্তা বাড়ে বন দফতরের। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, বছরখানেক কড়়া নজরদারিতে রাখার পর তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সম্প্রতি তাঁদের জঙ্গলে ছাড়া হয়। সেখান থেকে পালিয়ে যায় ‘বায়ু’ নামের একটি চিতা। তাকেই শেওপুরের রাস্তায় ওই ভাবে ঘুরে বেড়াতে দেখা যায় বুধবার রাতে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে শেওপুরের ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চিতাটি। তার ঠিক পিছনেই একটি গাড়ি থেকে তার উপর নজর রাখা হয়েছে। অন্য দিকে, চিতাটি নিজের মনে সোজা হেঁটে বেরিয়ে যাচ্ছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, খাবার খুঁজতে বাইরে বেরিয়ে এসেছিল ওই চিতাটি। পরে চিতাটিকে আবার জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

‘অজয় দুবে’ নামের এক্স হ্যান্ডলে থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

উল্লেখ্য, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আফ্রিকার নামিবিয়া থেকে একদল চিতাকে ভারতে আনা হয়। সেই পর্যায়ে ভারতে এসে পৌঁছয় আটটি চিতা। পরের লপ্তে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ আরও ১২টি চিতাকে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আনা হয়। কিন্তু তার পর থেকে একের পর এক চিতার মৃত্যুতে চিন্তায় ঘুম উড়েছিল বন দফতরের। কুনোতে এখন সব মিলিয়ে ২৪টি চিতা রয়েছে, যার মধ্যে ১২টি প্রাপ্তবয়স্ক এবং ১২টি শাবক, যাদের জন্ম ভারতেই।

Advertisement
আরও পড়ুন