—প্রতীকী ছবি।
বাইরে খেতে যেতে ইচ্ছা করছে বলে রেস্তরাঁয় ঢুকে পড়লেন। কিন্তু রেস্তরাঁর মেনুকার্ড দেখে তো চোখ ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড়! মেনুকার্ডে খাবারের নাম তো রয়েইছে, কিন্তু তার মাঝে বড় বড় করে লেখা রয়েছে একগাদা নিয়ম। রেস্তরাঁয় খেতে গেলে ক্রেতাদের সেই নিয়মগুলি মেনে চলতে হবে। কড়া ভাষায় বকুনিও দেওয়া হয়েছে ক্রেতাদের উদ্দেশে। সমাজমাধ্যমে সেই মেনুকার্ডের ছবি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ডিসকার্ডেড সিডি প্লেয়ার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিটি পুণের একটি ক্যাফের মেনুকার্ডের। সেই কার্ডে নানা ধরনের মুখরোচক খাবারের নাম থাকার পাশাপাশি রয়েছে লোভনীয় ডেসার্টের নামও। তবে নজর কেড়েছে মেনুকার্ডে লেখা ক্যাফের নিয়মাবলি। মেনুকার্ডে লেখা রয়েছে, ‘‘না একটি সম্পূর্ণ বাক্য। না বলার পর কোনও ন্যায্য কারণ অথবা যুক্তি দর্শাতে হয় না।’’ ক্যাফেতে গেলে ক্রেতারা কী কী করতে পারবেন না তা-ও লেখা রয়েছে সেই মেনুকার্ডে।
ল্যাপটপ ব্যবহার করা যাবে না, ফোন চার্জ দেওয়া যাবে না কারণ চার্জিং পয়েন্ট নেই। ধূমপান করা যাবে না, চেয়ারের উপর পা তুলে বসা যাবে না, ক্যাফেতে একবার ঢুকে পড়লে মোবাইলে গেম খেলা যাবে না। নাক পরিষ্কার করা যাবে না, দাঁত মাজা যাবে না।
জোরে কথা বলা যাবে না। বিল মেটানোর সময় টাকাপয়সা নিয়ে কোনও ঝামেলা নয়, এমনকি ক্যাফের মহিলা ক্যাশিয়ার সঙ্গে প্রেম প্রেম খেলা (ফ্লার্টিং) নয়— তা-ও লেখা রয়েছে তালিকায়।
মেনুকার্ডের ছবি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘দারুণ জিনিস চোখে পড়ল আমার। এমন জিনিস আগে কোথাও দেখিনি আমি।’’