ছবি: এক্স থেকে নেওয়া।
মৃত মুরগির পেটে চাপ দিলেই মুখ থেকে বেরিয়ে আসছে আগুনের শিখা! কর্নাটকের একটি গ্রামে এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ভট সেই ঘটনা দেখে হতবাক গ্রামবাসীরাও। ইতিমধ্যেই মৃত মুরগির মুখ থেকে আগুনের শিখা নির্গত হওয়ার সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। বিতর্কও তৈরি হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর কর্নাটকের সক্লেশপুরের হাদিগে গ্রামে রবি নামের এক গ্রামবাসীর পোষা ১২টি মুরগির অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়। এই নিয়ে গ্রামের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এর পর কয়েকটি প্রাণহীন মুরগির পেটে চাপ দিতে তাদের মুখ থেকে নাকি আগুনের হলকা বেরিয়ে আসতে শুরু করে। তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরও তীব্র হয়। রবি নামে ওই ব্যক্তি স্থানীয় প্রশাসনের কাছে তাঁর মুরগিগুলির রহস্যমৃত্যু নিয়ে তদন্ত করার অনুরোধ করছেন।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অনেকগুলি মৃত মুরগিকে সার বেঁধে রাখা হয়েছে। এর মধ্যে একটি মুরগির পেটে চাপ দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আর মৃত প্রাণীটির পেট টিপতেই তার মুখ থেকে আগুন এবং ধোঁয়া বেরিয়ে আসছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রায় দু’কোটি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি সমাজমাধ্যমে বিতর্কেরও জন্ম দিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অনেকের দাবি, অত্যাধুনিক প্রযুক্তিতে ভিডিয়ো সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে সেই ভিডিয়ো। তবে কেউ কেউ দাবি করেছেন, কোনও বিশেষ রাসায়নিকের কারণে মুরগিগুলির মুখ থেকে ও ভাবে আগুন বেরিয়ে আসতে দেখা গিয়েছে।