ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জল ছেড়ে ডাঙায় উঠেছিল দুই হিংস্র সরীসৃপ। সড়কপথকে যুদ্ধক্ষেত্রে পরিণত করল তারা। একে অপরের গায়ে বসিয়ে দিল কামড়ও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আইএফএলসায়েন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কুমিরের সঙ্গে অ্যালিগেটরের লড়াই লেগেছে। আমেরিকার ফ্লোরিডার এভারগ্লেডস জাতীয় উদ্যানের ভিতর এই ঘটনাটি ঘটেছে। উদ্যানের ভিতর এক কুমিরকে তাড়া করছিল একটি অ্যালিগেটর। অ্যালিগেটরকে তেড়ে আসতে দেখেই তার মুখে কামড় বসিয়ে দিল কুমিরটি। কুমিরের গায়ে বার বার কামড় বসানোর চেষ্টা করছিল অ্যালিগেটরটি। তার পর কুমিরের পিছু নিয়ে তার গলায় কামড় বসিয়ে দিল অ্যালিগেটরটি।
অ্যালিগেটরের কবল থেকে নিজেকে ছাড়িয়ে অ্যালিগেটরকে পাল্টা কামড় দিল কুমিরটি। সঙ্গে সঙ্গে কুমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অ্যালিগেটরটি। লড়াইয়ের পর দুই হিংস্র সরীসৃপ জঙ্গলের দিকে চলে গেল। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের একাংশ মন্তব্য করে লেখেন, ‘‘বাবা রে! জল ছেড়ে ডাঙায় উঠে মারপিট করছে দু’জনে। আবার যে মিল হয়ে গেল!’’