ছবি: এক্স থেকে নেওয়া।
তাকে রোজ রুটি খাওয়াতেন এক বৃদ্ধা। ‘মা’ সম্বোধন করে মাথায় হাত বুলিয়ে দিতেন। বৃদ্ধার শেষযাত্রায় সঙ্গী হল সেই গরু। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বৃদ্ধার অন্তিমযাত্রা চলেছে রাস্তা ধরে। শববাহী গাড়িতে রয়েছে তাঁর দেহ। শববাহী গাড়ির পিছন পিছন আসছেন তাঁর আত্মীয়-পরিজনেরা। সেই শবযাত্রায় রয়েছে একটি গরুও। শববাহী গাড়ির একদম পিছনে হেঁটে যাচ্ছে সে। মাঝেমধ্যে মাথা নাড়িয়ে দেখছে এ দিক-ও দিক। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী, বৃদ্ধা প্রতি দিন গরুটিকে রুটি খাওয়াতেন। আদরও করতেন। গরুটির উপর নাকি মায়া পড়ে গিয়েছিল তাঁর। সম্প্রতি ওই বৃদ্ধার মৃত্যু হয়। আর তাঁর শবযাত্রায় পা মিলিয়েছে সেই গরুটি।
‘ওক এমিনেন্ট’ নামে এক্স হ্যান্ডল থেকে গত ৩ জানুয়ারি পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘জীবজন্তুরাও ভালবাসতে জানে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কী আনুগত্য! ভিডিয়োটি দেখে আমার চোখে জল চলে এল।’’