ছবি: এক্স থেকে নেওয়া।
মদ খেয়ে স্কুলে ঢুকছেন প্রধানশিক্ষক। ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। দেওয়াল ধরে ধরে কোনও রকমে হাঁটছেন! এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। হইচইও ফেলেছে ভাইরাল সেই ভিডিয়ো। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি রেওয়া জেলার একটি সরকারি স্কুলের ঘটনা। মত্ত ওই প্রধানশিক্ষকের নাম মুন্নালাল কোল। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা পাজামা-পাঞ্জাবি পরে স্কুলের বাইরে মত্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন জাওয়া হাইস্কুলের প্রধানশিক্ষক মুন্নালাল। তাঁর অবস্থা এমনই যে ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। স্কুলে ঢুকতে গিয়ে টলে পড়েও গেলেন তিনি। এর পর আবার উঠে দাঁড়ালেন। এর পর স্কুল ভবনের দেওয়াল ধরে ধরে সাবধানে এগোতে থাকেন। স্কুলের লোহার গেটের কাছে গিয়ে আবার তাঁর পা টলে যায়। সঙ্গে সঙ্গে লোহার গেট ধরে ফেলেন তিনি। এর পর আস্তে আস্তে স্কুলের ভিতরে প্রবেশ করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রধানশিক্ষকের কীর্তির কথা শুনে স্কুলে আসেন সরকারি পরিদর্শক হীরামণি ত্রিপাঠী। তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন মুন্নালাল।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুন্নালালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে মধ্যপ্রদেশের শিক্ষা দফতর। উল্লেখ্য, মুন্নালালকে এর আগেও একাধিক বার মত্ত অবস্থায় স্কুলে ঢুকতে দেখা গিয়েছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রায়ই মদ খেয়ে স্কুলে আসেন। এর আগে তাঁকে এক বার সাসপেন্ডও করা হয়েছিল। পরে ক্ষমা চেয়ে কাজে যোগ দিয়েছিলেন তিনি।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ভাইরাল ছত্তীসগঢ় নামের এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে তাঁর শাস্তির দাবিও তুলেছেন।