viral video

বিদায় অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ায় ছাত্রকে বেধড়ক পেটাল বহিষ্কৃত ছাত্রেরা! রণক্ষেত্র স্কুল

কয়েক জন শিক্ষার্থী অপর এক শিক্ষার্থীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই মারামারি দেখে উপস্থিত বাকি ছাত্ররা দর্শকের ভূমিকা নেয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:০০
Video of brawl between expelled students and student at Jaipur School went viral

ছবি: সংগৃহীত।

বিদায় সম্বর্ধনা মুহূর্তের মধ্যে বদলে গেল মারামারি হাতাহাতিতে। জয়পুরের একটি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে বচসা শুরুর পর তা মারধরের পর্যায়ে পৌঁছে যায়। সেই ঘটনারই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় ধরা পড়েছে, কয়েক জন শিক্ষার্থী অপর এক শিক্ষার্থীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই মারামারি দেখে উপস্থিত বাকি ছাত্ররা দর্শকের ভূমিকা নেয়। লড়াই থামানো তো দূরে থাক, তাঁরা তাদের মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করতে থাকে। স্কুল কর্তৃপক্ষের দাবি, লড়াইয়ে জড়িত ছাত্ররা স্কুলের বর্তমান ছাত্র নয়। একাদশ শ্রেণিতে অকৃতকার্য কয়েক জন শিক্ষার্থীকে এর আগে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই শিক্ষার্থীরাই এসে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে এসে গোলমাল বাধায়।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জয়পুরের একটি স্কুলে স্যুট পরিহিত দুই ছাত্রের মধ্যে তর্ক বেঁধেছে। বহিষ্কৃত এই শিক্ষার্থীরা বিদায় অনুষ্ঠানে যোগ দিতে স্কুলের প্রাঙ্গণে প্রবেশ করার চেষ্টা করতেই তাদের বাধা দেয় এক ছাত্র। তর্কবিতর্ক বাড়লে এক জন শিক্ষার্থী অপর শিক্ষার্থীর গলা চেপে ধরে। তার পর তাকে তার সঙ্গে থাকা অন্য ছাত্রদের দিকে ঠেলে দেয়। অন্য ছাত্রদের সামনে ছাত্রটিকে বার বার বুকে লাথি ও চড় মারতে দেখা যায়। বহিষ্কৃত ছাত্ররা নির্মম ভাবে মারধর করে অন্য ছাত্রটিকে, এমনটাই অভিযোগ। এ ব্যাপারে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় প্রহৃত ছাত্রের বাবা-মা কোনও অভিযোগ করেননি। ‘হেট ডিটেক্টর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement
আরও পড়ুন