Arrest

বিজেপির জেলা সভাপতির বাড়িতে হামলা! গ্রেফতার দলেরই যুবনেতা

অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতির পদ না পেয়ে ক্ষুব্ধ হয়েই এই হামলা চালিয়েছে অভিযুক্ত অরিশ্বর মাইতি। তাঁর বাড়ি সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায়। ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেলা সভাপতি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২৩:১০

— প্রতীকী চিত্র।

বিজেপি জেলা সভাপতির বাড়িতে হামলা। গ্রেফতার বিজেপির যুবনেতা।

Advertisement

অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতির পদ না পেয়ে ক্ষুব্ধ হয়েই এই হামলা চালিয়েছে অভিযুক্ত অরিশ্বর মাইতি। তাঁর বাড়ি সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায়। ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেলা সভাপতি। এর পরেই পুলিশ তদন্তে নামে। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েক জন সন্দেহভাজনকে। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ এবং গ্রেফতার করা হয় অরিশ্বরকে।

শনিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তবে ঘটনায় জড়িত আরও কয়েক জন পলাতক রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিজেপি সূত্রে দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা। এ ঘটনায় রাজনীতির উত্তাপ ছড়িয়েছে স্থানীয় মহলে। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে আরও কিছু নাম উঠে এসেছে, খুব শীঘ্রই তাঁদেরও গ্রেফতার করা হবে।

Advertisement
আরও পড়ুন