ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
পাখিদের ডিম প্রায়শই চুরি যায় বাসা থেকে। কখনও সাপ, কখনও শিকারি পাখি বা কুমিরের পেটেই যায় বেশির ভাগ ডিম। শত্র্রুর নজর এড়িয়ে ডিম ফুটিয়ে তা থেকে সন্তানকে পৃথিবীর আলো দেখানো মাঝেমাঝেই কঠিন চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়ায় পাখিকুলের। সেই রকমই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে কয়েকটি বেবুন পাখির ডিম চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ভিডিয়োয় দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে ঘটনাটি আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলাশয়ের ধারে পাথরের খাঁজে খাঁজে ডিম পেড়ে রেখেছে হাঁস জাতীয় কয়েকটি প্রাণী। ডিম খাওয়ার লোভে সেখানে এসে জুটেছে কয়েকটি বেবুন। পাখিগুলির উপস্থিতিকে অগ্রাহ্য করেই তারা ডিম চুরি করার জন্য ছুটে যায়। ডিমচোরকে শিক্ষা দিতে তেড়ে আসে মা-পক্ষীরা। শুরু হয়ে ঝটাপটি। দু’টি পাখি তেড়ে আসে বেবুনগুলির দিকে। ঠোঁট দিয়ে আঘাত করে তাদের প্রতিহত করার চেষ্টা করে। বেবুনের লোভ কম নয়। সুস্বাদু খাবারের লোভ ছাড়তে তারাও রাজি নয়। ঝটাপটি লেগে যায় তাদের মধ্যে। লড়াইয়ের মাঝে এক-আধটা ডিম জলেও পড়ে যায়। তাতেও দমেনি বেবুনের উৎসাহ। পাখিদের এড়িয়ে কয়েকটি ডিম নিয়ে চলে আসতে সফল হয়। মুহূর্তের মধ্যেই মুখে চালান করে দেয় ডিমগুলি।
মজার এই ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘লেটেস্টক্রুগার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে হেসে কুটিপাটি নেটাগরিকেরা। মজার মজার ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন মন্তব্য বিভাগ। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৬০ হাজারের বেশি লাইক জমা হয়েছে ভিডিয়োয়।