ছবি: সংগৃহীত।
সমাজমাধ্যমে প্রায়শই এমন অনেক ভিডিয়ো চোখে পড়ে যেখানে হঠাৎ করেই মহিলা বা শিশুদের উপর আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা যায় কুকুরদের। কখনও কখনও কোনও কারণ ছাড়াই তারা আক্রমণ করে বসে মানুষের উপর। কখনও কখনও এই আক্রমণগুলি এতটাই বিপজ্জনক হয় যে, গুরুতর আহত হতে হয় মানুষকে। সম্প্রতি তেমনই একটি মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে একটি কুকুর এক জন প্রহরীকে আক্রমণ করে বসেছে। ঘটনাটি ৩০ মার্চ ঘটলেও এটি কোথায় ঘটেছে সে সম্পর্কে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি (সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সিসিটিভি ফুটেজে ধরা পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে অনেকগুলি কুকুর একটি বহুতলের সামনে জড়ো হয়ে রয়েছে। রাত দুটো নাগাদ সেই বহুতলের দরজা থেকে বেরিয়ে আসেন এক প্রৌঢ় পাহারাদার। বাইরে বসে থাকা সাদা একটি কুকুরের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতে শুরু করেন। এই দেখে হঠাৎ অন্য একটি কুকুর প্রচণ্ড গতিতে ছুটে এসে তাঁর হাত কামড়ে ধরে। আচমকা আক্রমণে প্রৌঢ় চমকে ওঠেন। কুকুরটি কবল থেকে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। কুকুরটিকে ধরে মাটিতে শুইয়ে দিয়ে মুখ থেকে হাত বার করে আনার জন্য ঝটাপটি চলতে থাকে দু’জনের। এক সময় মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকেন পাহারাদার। অনেক কষ্টে কুকুরটিকে ছাড়াতে সক্ষম হন প্রৌঢ়। কুকুরের দাঁতে ক্ষতবিক্ষত হয়ে যায় তাঁর হাত। ভিডিয়োর শেষে দেখা যায় তিনি ওই বহুতলের ভিতরে ঢুকে যাচ্ছেন।
‘ঘর কা কলেশ’ থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োটি প্রায় ৫৮ হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ভারতে এখন পথকুকুরেরা একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যদি এই আক্রমণটি কোনও শিশুর উপর হত, তা হলে সে প্রাণ হারাতে পারত।’’