Viral Video

আবার একই দৃশ্য, তন্দুরে ঢোকানোর আগে রুটিতে থুতু ছেটাচ্ছেন রাঁধুনি! ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজিয়াবাদ পুলিশ ওই হোটেলের মালিক-সহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। অভিযুক্ত রাঁধুনিকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১২
Video of a hotel worker spitting on roti in Ghaziabad, detained later by police

ছবি: এক্স থেকে নেওয়া।

আটায় থুতু দিয়ে রুটি বানাচ্ছেন এক হোটেলের রাঁধুনি! এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গাজ়িয়াবাদের মোদীনগর থানার কৃষ্ণনগরের একটি হোটেলে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হোটেলের অন্দরে তন্দুরি রুটি বানাচ্ছেন ওই হোটেলেরই এক কর্মী। লেচি বেলার পর তন্দুরে ঢোকানোর আগে সেই লেচিতে থুতু দিতে দেখা যায় তাঁকে। পুরো বিষয়টি ক্যামেরাবন্দিও হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজ়িয়াবাদ পুলিশ ওই হোটেলের মালিক-সহ তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। অভিযুক্ত রাঁধুনিকে আটক করা হয়েছে বলেও খবর। এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই অনেকে দেখেছেন। বহু বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন। কেউ কেউ আবার অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন। প্রসঙ্গত, গত মাসেও একই রকম এক ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম। ঘটনাচক্রে, গাজ়িয়াবাদেরই এক হোটেলে সেই ঘটনা ঘটেছিল। লোনির বানতলা উড়ালপুলের কাছের একটি হোটেলের কর্মীকে রুটিতে থুতু ছেটাতে দেখা গিয়েছিল। সেই হোটেলকর্মীকেও পরে গ্রেফতার করা হয়।

Advertisement
আরও পড়ুন