Firecrackers Prohibited

দিল্লির রাজধানী অঞ্চলে সারা বছরের জন্য বাজি নিষিদ্ধ! সিদ্ধান্ত নিল আম আদমি পার্টির সরকার

দিল্লির মধ্যে থাকা রাজধানী অঞ্চলে সারা বছরের জন্য বাজি নিষিদ্ধ করল আম আদমি পার্টির সরকার। বৃহস্পতিবার দিল্লি সরকারের পরিবেশ দফতরের সচিব একে সিংহ এই নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০০:০৪
দিল্লিতে বাজি ফাটানোর নিষিদ্ধ।

দিল্লিতে বাজি ফাটানোর নিষিদ্ধ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজধানী অঞ্চলে সারা বছরের জন্য বাজি নিষিদ্ধ করল দিল্লির সরকার। দিল্লি লাগোয়া তিন রাজ্য— উত্তর প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের কিছু অংশও রাজধানী অঞ্চলের মধ্যে পড়ে। ওই তিন রাজ্যের অন্তর্গত এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। কেবল দিল্লি সরকারের এক্তিয়ারভুক্ত অঞ্চলের জন্যই জারি হচ্ছে এই নিয়ম।

Advertisement

দিল্লির দূষণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বার বার বাজির উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব উঠে এসেছে। সুপ্রিম কোর্টেরও মত ছিল, সারা বছরের জন্য বাজি নিষিদ্ধ হোক রাজধানীতে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দিল্লির উপরেই ছেড়ে দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো এ বার পদক্ষেপ করল দিল্লি সরকার।

বৃহস্পতিবার দিল্লি সরকারের পরিবেশ দফতরের সচিব একে সিংহ এই নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। পরিবেশ (সুরক্ষা) আইন, ১৯৮৬ অনুসারে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্দেশিকা অনুসারে, দিল্লির রাজধানী অঞ্চলে কোনও ধরনের বাজি ফাটানো যাবে না। বাজি তৈরি এবং কেনাবেচার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও বাজি মজুত কিংবা অনলাইন বিপণন সংস্থার মাধ্যমে ডেলিভারিও করা যাবে না।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দিল্লির দূষণ মামলার শুনানি ছিল। গত ১২ ডিসেম্বরের শুনানিতে দিল্লি এবং রাজধানী অঞ্চলের কী রাজ্যগুলিকে বছরভর বাজি নিষিদ্ধকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশের এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল দিল্লির সরকার। এ দিন সুপ্রিম কোর্টে শুনানির সময়েই দিল্লির সরকার নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্‌র বেঞ্চে।

রাজধানী অঞ্চলের বাকি রাজ্যগুলির মধ্যে হরিয়ানা জানিয়েছে, তারা শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছে। রাজস্থান জানিয়েছে, তারা বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করবে রাজধানী অঞ্চলে। তবে উত্তরপ্রদেশ সরকার রাজধানী অঞ্চলে বাজি নিষিদ্ধ করায় সহমত নয়। এক এক রাজ্য এক এক ধরনের মত দেওয়ার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সব রাজ্য এ বিষয়ে সহমত হলে, তবেই রাজধানী অঞ্চলে বাজি নিষিদ্ধকরণ বাস্তবায়ন করা সম্ভব।

Advertisement
আরও পড়ুন