Viral Video

দৈত্যাকার অজগরের সঙ্গে খেলায় মেতে বালক, দাঁড়িয়ে দেখছে বাড়ির লোকেরা! ভয়ের ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির উঠোনে বিশাল অজগরের সঙ্গে খেলায় মেতেছে এক বালক। নির্ভীক ভাবে সাপটির সঙ্গে খেলছে সে। গলা ধরে এক দিক থেকে অন্য দিকে সরাচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ০৯:০৬
Video of a boy playing with huge python goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

দৈত্যাকার অজগরের সঙ্গে খেলায় মেতেছে ছোট্ট বালক। সাপের গলা ধরে এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাচ্ছে সে। পাশেই দাঁড়িয়ে দেখছেন পরিবারের সদস্যেরা। কিন্তু বালকটিকে আটকাচ্ছেন না। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়ে গিয়েছে সেই ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির উঠোনে বিশাল অজগরের সঙ্গে খেলায় মেতেছে এক বালক। নির্ভীক ভাবে সাপটির সঙ্গে খেলছে সে। গলা ধরে এক দিক থেকে অন্য দিকে সরাচ্ছে। সাপটিও নির্বিকার ভাবে শুয়ে রয়েছে। সেখানে উপস্থিত রয়েছে ওই বালকের পরিবারের সদস্যেরাও। নিজেদের মধ্যে কথা বলাবলি করছেন তাঁরা। তবে কাউকেই শিশুটিকে আটকানোর চেষ্টা করতে দেখা যায়নি। কিছু ক্ষণ পর সাপটি একটি ঘরে ঢুকে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফিরে_পুত্রানাজা২৮’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকেরা যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বালকটির নিরাপত্তার কথা চিন্তা করেও উদ্বেগ প্রকাশ করেছেন। নেটাগরিকদের অনেকে আবার খুদের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Advertisement
আরও পড়ুন