ছবি: সংগৃহীত।
পরনে স্কুলের পোশাক। হাতে বন্দুক! উত্তরাখণ্ডের এক স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যা ঘটল, তা যে কোনও হিন্দি সিনেমাকে হার মানায়। রাস্তায় গাড়ি নিয়ে একের পর এক বিপজ্জনক স্টান্ট, জোরে জোরে হর্ন বাজিয়ে, বাজি ফাটিয়ে রীতিমতো তাণ্ডব চালাল জনা ৭০ ছাত্র। তাদের মধ্যে এক জনকে আবার শূন্যে গুলি করতেও দেখা গিয়েছে। এই বিশৃঙ্খলার ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো দেখে পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সেই অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দেখে হতবাক হয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। স্কুলের ছাত্রদের উচ্ছৃঙ্খল আচরণে আতঙ্কিত এলাকাবাসী।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উত্তরাখণ্ডের হরিদ্বারের একটি বিশিষ্ট স্কুলের ছাত্রেরা একটি গাড়ির কনভয় তৈরি করে স্টেডিয়ামের কাছে। সেই গাড়িতে চড়ে প্রথমে নানা বিপজ্জনক স্টান্ট করে। তার ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। কয়েক জন পড়ুয়াকে চলন্ত গাড়ির ছাদে দাঁড়িয়ে ভিডিয়ো তৈরি করতেও দেখা গিয়েছে। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে জোরে হর্ন বাজাতেও থাকে তারা। ফলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচুর আতশবাজি জ্বালানো হয়। আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। সব শেষে দেখা যায় কালো কোট পরা এক ছাত্র হাতে একটি বন্দুক নিয়ে রাস্তায় ঘুরছে। সেটি থেকে শূন্যে গুলি চালাতে দেখা যায় তাকে। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই পুলিশের এক উচ্চপদস্থ কর্তা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অজ্ঞাতপরিচয় ছাত্রদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ‘রিয়্যালহরমিত’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।