Viral Video of Super Dad

‘মাত্র’ এক স্ত্রী, এক সন্তান! যুবককে কটাক্ষের হাসি উপহার ১৭ স্ত্রী, ৯০ সন্তানের ‘সুপারড্যাডের’

সম্প্রতি এক আমেরিকানের সঙ্গে এক বৃদ্ধের কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১০:১৭
UAE man has 17 wives 90 children mocks American man for having just one wife

ছবি: এক্স থেকে নেওয়া।

সন্তানের সংখ্যা ৯০। বিয়ে করেছেন ১৭ জনকে। বিভিন্ন দেশ থেকে তিনি বেছে এনেছেন জীবনসঙ্গী। আরব আমিরশাহির দাদ মোহাম্মদ আল বালুশি নিজেকে ‘সুপারড্যাড’ বলতেই ভালবাসেন। সম্প্রতি এক আমেরিকানের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় বালুশিকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন তাঁর সন্তান ক’জন। হাসি মুখে সেই প্রশ্নের উত্তর দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি। আমেরিকা থেকে আসা ওই ব্যক্তির উত্তর শুনে অট্টহাসিতে ফেটে পড়েন বৃদ্ধ। কারণ নীল সাদা জামা পরা ওই ব্যক্তি জবাব দিয়েছিলেন, তাঁর এক জন স্ত্রী এবং একটিই সন্তান।

Advertisement

এই কথোপকথনের ভিডিয়োটি এক্স মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। সমাজমাধ্যমে বৃদ্ধের বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এই যুগে দাঁড়িয়ে বহুবিবাহকে সমর্থন করছেন ওই বৃদ্ধ, এই অভিযোগ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সমালোচনা সত্ত্বেও ভিডিয়োটি দ্রুত সমাজমাধ্যমের নজর কেড়েছে। ১০ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ৯০ সন্তান ও ১৭ জন স্ত্রীকে নিয়ে বহাল তবিয়তেই বিলাসবহুল জীবন কাটান এই বৃদ্ধ। প্রত্যেক স্ত্রীর জন্য রয়েছে আলাদা বাড়ি, রয়েছে নিজস্ব গাড়ি।

Advertisement
আরও পড়ুন