ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
একই স্কুলে দশম শ্রেণির ছাত্রী দুই কিশোরী। তবে দুই সহপাঠীর পছন্দ একই কিশোরকে। সেই স্কুলেই পড়াশোনা করে তাদের ‘স্বপ্নের প্রেমিক’। তা নিয়েই ঝামেলা দুই কিশোরীর। মাঝরাস্তায় একা পেয়ে একে অপরের উপর চ়ড়াও হল। তার পর শুরু হল চুলোচুলি। চুলের মুঠি ধরে রাস্তায় শুয়ে পড়ে মারপিট করতে দেখা গেল দু’জনকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপত এলাকায় অমীনগর সরায় শহরে ঘটেছে। ওই এলাকার একটি স্কুলে পড়ে দুই কিশোরী। দু’জনেই দশম শ্রেণির ছাত্রী। দু’জনেই একই কিশোরের প্রেমে পড়েছে। সেই কিশোর আবার তাদের স্কুলেই পড়ে। তবে কেউই সেই কিশোরের সঙ্গে সম্পর্কে নেই। বড় জোর দু’-এক বার তার সঙ্গে কথা বলেছে দু’জনে।
কিন্তু দু’জনের যে পছন্দের মানুষ একই, তা জানতে পারে দুই কিশোরী। তার পরেই শুরু হয় ঝামেলা। ভিডিয়োয় দেখা যায়, দুই কিশোরী রাস্তায় চুলোচুলি করছে। দু’জনের পরনেই স্কুল ইউনিফর্ম। রাস্তায় শুয়ে মারপিট করছে দু’জনে।
— Anonymous_girl (@srutimisra_789) January 2, 2025
সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল স্কুলের অন্য পড়ুয়ারা। দু’জনকে চুলোচুলি করতে দেখে তাদের ঝামেলা থামানোর চেষ্টা করছিল সকলে। রাস্তার মাঝে মারপিটের এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকের অধিকাংশ তা নিয়ে মশকরা শুরু করেন। এক জন বলেন, ‘‘দশম শ্রেণিতে পড়ার সময় আমরা যে কী করতাম তা ভেবেই হাসি পায় এখন। তবে এমন ঘটনা কখনও শুনিনি।’’