Viral News Of Motivational Journey

১৪ বছরের চাকরি গেল এক মুহূর্তে! মুম্বইয়ের গ্রাফিক ডিজ়াইনার এখন অটোচালক

১৪ বছর ধরে এক বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। কিন্তু সংস্থা খরচ কমানোর জন্য সেখান থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। সেই তালিকায় নাম ছিল কমলেশেরও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১২:০০
চাকুরিজীবী যখন অটোচালক।

চাকুরিজীবী যখন অটোচালক। ছবি: সংগৃহীত।

১৪ বছর ধরে এক বেসরকারি সংস্থায় চাকরি করছিলেন তরুণ। কিন্তু পাঁচ মাস আগে তাঁর চাকরি চলে যায়। তার পর হন্যে হয়ে চাকরির খোঁজ করেছেন তিনি। কোথাও কম বেতনে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে তো কোথাও তাঁর পদের মর্যাদা দেওয়া হয়নি। তাই আর চাকরি নয়, অটোরিকশা চালিয়ে উপার্জন করবেন বলে স্থির করেন তরুণ।

Advertisement

মুম্বইয়ের বাসিন্দা কমলেশ কামতেকর। পেশায় গ্রাফিক ডিজ়াইনার ছিলেন তিনি। ১৪ বছর ধরে এক বেসরকারি সংস্থায় কাজ করতেন। কিন্তু সংস্থা খরচ কমানোর জন্য সেখান থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। সেই তালিকায় নাম ছিল কমলেশেরও। এর পর থেকে পাঁচ মাস ধরে বেকার তিনি। বহু জায়গায় চাকরির জন্য আবেদন করলেও আখেরে তেমন লাভ হয়নি। তাই আর চাকরির জন্য ছোটাছুটি করবেন না বলে জানিয়েছেন কমলেশ। নিজের চেষ্টায় অটোরিকশা চালিয়ে উপার্জন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লিঙ্কড্‌ইনের পাতায় সেই কথাই লিখে জানিয়েছেন তিনি।

অটো চালিয়ে অন্তত নিজের ইচ্ছানুযায়ী উপার্জন করতে পারবেন, এমনটাই জানিয়েছেন কমলেশ। শুধু তাই নয়, তিনি যে কখনওই আর গ্রাফিক ডিজ়াইনিংয়ের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করবেন না তা-ও জানান তিনি। কমলেশ এই সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে বাহবা জানিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। কমলেশের উদ্দেশে এক চাকুরিজীবী বলেছেন, ‘‘তুমি যে এই সিদ্ধান্ত নিতে পেরেছ তার জন্য তোমায় কুর্নিশ জানাই। এই সাহস সকলে দেখাতে পারেন না।’’

Advertisement
আরও পড়ুন