Viral Video

দু’বছর দেখা হয়নি, প্রেমিকাকে বিয়ে করতে ‘সাত সমুদ্র তেরো নদী’ পার করে প্রত্যন্ত দ্বীপে হাজির তরুণ

নৌকায় চেপে প্রত্যন্ত দ্বীপের দিকে আসছেন এক তরুণ। তাঁকে দেখে দ্বীপের বাসিন্দা সকলেই খুশি। দ্বীপে সেই তরুণ নামতেই তাঁকে ঘিরে ফেলেন সকলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৪:১৭
Turkish man flies to Indonesia to meet long distance girlfriend after two years

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি ছোট নৌকা। দূর থেকে প্রত্যন্ত দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে নৌকাটি। নৌকার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁকে দেখার জন্যই দ্বীপের বাসিন্দারা সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন। তাঁদের মধ্যে এক অদ্ভুত উল্লাস। সকলেই তরুণকে দেখে এতই আনন্দিত হয়েছেন যে, নৌকাটি যত কাছাকাছি আসছে ততই তাঁদের চিৎকার বেড়ে চলেছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘বুং ডাম’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, নৌকায় চেপে প্রত্যন্ত দ্বীপের দিকে আসছেন এক তরুণ। তাঁকে দেখে দ্বীপের বাসিন্দা সকলেই খুশি। দ্বীপে সেই তরুণ নামতেই তাঁকে ঘিরে ফেলেন সকলে। এই মুহূর্তটি ক্যামেরাবন্দিও করতে দেখা যায় অনেককে।

তরুণের নাম মেহমেদ ওজ়কান ওরফে আহমেদ। তুরস্কের বাসিন্দা তিনি। দু’বছর আগে সালমিয়াতি লা বা নামে এক তরুণীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় তাঁর। ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের ওলিয়ো গ্রামের তালিয়াবু দ্বীপের বাসিন্দা সালমিয়াতি। দু’বছর ধরে অনলাইনেই সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। সেখানেই বন্ধুত্ব, প্রেম। দু’বছর পর প্রেমিকার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন আহমেদ। তাই তুরস্ক থেকে ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপে চলতি বছরের অগস্ট মাসে দেখা করতে যান তিনি। সেপ্টেম্বর মাসে সালমিয়াতি এবং আহমেদের বিয়ে হয়। বিয়ের পর সালমিয়াতিকে তুরস্কে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন আহমেদ।

আরও পড়ুন
Advertisement