ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খাঁচার ভিতর হেঁটেচলে বেড়াচ্ছে বিশাল বাঘ। তা দেখে ছবি তোলার জন্য ফোনের ক্যামেরা অন করলেন তরুণী। খাঁচার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল বাঘটি। তরুণী ছবি তুলছেন দেখে আবার পিছন দিকে ঘুরে গেল সে। কিন্তু পিছনে ঘুরেই তরুণীর গায়ে প্রস্রাব করে দিল বাঘ। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘সিম্পলিশারানি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, চিড়িয়াখানায় বাঘের খাঁচার বাইরে ফোনের ক্যামেরা অন করে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। খাঁচার ভিতর হাঁটাচলা করতে করতে বাঘটি খাঁচার সামনে এগিয়ে যায়। তরুণীর কাছাকাছি গিয়েই আবার পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে যায় বাঘটি। তরুণী তাঁর ফোনে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎ দেখা যায়, চমকে গিয়ে খাঁচার সামনে থেকে দূরে সরে যান ওই তরুণী। আসলে ওই বাঘটি খাঁচার ভিতর দাঁড়িয়ে প্রস্রাব করে। তা এসে পড়ে তরুণীর গায়ে। এই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়।
ভিডিয়ো থেকে জানা যায় যে, এই ঘটনাটি তাইল্যান্ডের ব্যাঘ্র উদ্যানে ঘটেছে। তরুণীর স্বামী এই ঘটনাটি তাঁর ফোনের ক্যামেরায় রেকর্ড করেছেন। যদিও বহু দিন আগে তাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন তরুণী। সেই ভিডিয়ো নতুন করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই বন্য জন্তুদের খাঁচায় বন্দি রাখতে নেই। বন্যেরা বনেই সুন্দর।’’ আবার এক জন লিখেছেন, ‘‘আমার সঙ্গে এক বার এ রকম ঘটনা ঘটতে যাচ্ছিল। এক মহিলা পিছন থেকে ধাক্কা দিয়ে আমায় সরিয়ে দেন। তিনি খাঁচার সামনে চলে গিয়েছিলেন আমায় সরিয়ে। তার পর বাঘটি তাঁর গায়েই প্রস্রাব করে দেয়।’’