ছবি: এক্স থেকে নেওয়া।
চলন্ত গাড়ির ছাদের উপর বসে আছেন এক যুবক। ব্যস্ত রাস্তায় পাশ দিয়ে চলে যাচ্ছে একের পর এক গাড়ি। তাতেও কোনও হেলদোল নেই ওই যুবকের। বরং খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করে যুবক লিখেছেন, ‘‘তুই মার, তার পর আমি সামলাব, এটা বলতে পারেন এমন এক জন আছেন। তিনি আমার বাবা। আমার বাবা পুলিশ।’’ হরিয়ানার বাসিন্দা রক্ষিত বেনিওয়াল নামের ওই যুবক নেটমাধ্যম প্রভাবী। কালো রঙের মাহিন্দ্রা থারের মাথায় চেপে ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেন রক্ষিত। সেই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, তাঁরা বাবা উর্দি পরে ওই একই গাড়িতে বসে রয়েছেন। একটি ছবি দিয়ে তা পোস্ট করার সময় বিশেষ ‘বার্তাটি’ যোগ করেন তিনি।
সমাজমাধ্যমে পরিচিতি পাওয়ার জন্যে বাবার পদমর্যাদা ব্যবহার করছেন ওই যুবক, এই অভিযোগ তুলে রক্ষিতকে তুলোধোনা করেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এই ভিডিয়োটি গত সপ্তাহে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন রক্ষিত। পরে তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ৩০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ‘চিরাগবরজাতিয়া’ নামের একটি এক্স হ্যান্ডল থেকেও ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
রক্ষিতের কার্যকলাপ ঘিরে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এক জন লিখেছেন, ‘‘ভয়ানক ও বিপজ্জনক স্টান্ট।’’ অন্য এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘অসম্ভব দম্ভ এই যুবকের।’’